
বাঁকুড়া: শুক্রবার সকালে ঘড়ির কাঁটায় তখন ঠিক সাড়ে আটটা। বাঁকুড়া স্টেশন থেকে আসানসোলের অভিমুখে রওনা দিয়েছিল ১৮০২৭ আসানসোল মেমু এক্সপ্রেস। হন্তদন্ত হয়ে কোনওক্রমে ট্রেনে ওঠার জন্য ছুটে আসছিলেন এক যুবক। কিন্তু উঠতে গিয়েই বিপত্তি। ট্রেন চলন্ত অবস্থায় থাকায় বেসামাল হয়ে ওই যুবক পড়ে যান। আর তারপরেই সোজা ট্রেনের তলায়। কিন্তু রাখে হরি মারে কে! রক্ষাকর্তা আরপিএফ।
আরপিএফের তৎপরতাতেই শেষ পর্যন্ত উদ্ধার করা হয় ওই যুবককে। এরইমধ্যে আবার গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। তা দেখেই চোখ কপালে উঠছে রেলের আধিকারকিরদের। ফুটেজে দেখা যাচ্ছে চলন্ত ট্রেনের একটি দরজার হাতল ধরে ভিতরে ঢুকতে যান ওই যুবক। কিন্তু ওঠার মুহূর্তেই পড়ে গিয়ে প্ল্যাটফর্ম আর ট্রেনের মাঝে আটকে যান। ট্রেন তখনও চলছে। ট্রেনের টানে বেশ কিছুটা এগিয়ে যান। দেখা মাত্রই ছুটে যান এক আরপিএফ। বরাত জোরে প্রাণে বেঁচে যান ওই যুবক।
রেল সূত্রে জানা গিয়েছে ওই যুবকের নাম সঞ্জয় ক্ষেত্রপাল। বাড়ি বাঁকুড়া জেলার সিমলাপাল থানা এলাকায়। উদ্ধার করা যুবককে প্রাথমিকভাবে নিয়ে যাওয়া হয় স্টেশন লাগোয়া রেল হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।