আজ রবিঠাকুরের শান্তিনিকেতনে শাহ, সফর ঘিরে নিরাপত্তার কড়া বেষ্টনী

বোলপুর জুড়ে বিজেপির পতাকা, ফেস্টুনে ছেয়ে গিয়েছে। গেরুয়া সমর্থকদেরও ভিড় বাড়ছে। সকাল সকালই ঝাড়ু হাতে দেখা গিয়েছে দলীয় কর্মীদের। দুধ সাদা পোশাকে স্বচ্ছতা অভিযানে তাঁরা।

আজ রবিঠাকুরের শান্তিনিকেতনে শাহ, সফর ঘিরে নিরাপত্তার কড়া বেষ্টনী
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Dec 20, 2020 | 9:42 AM

বীরভূম: বঙ্গ সফরের দ্বিতীয় দিনে রবিবার রবি-তীর্থে যাবেন অমিত শাহ (Amit Shah)। এদিন বোলপুরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। প্রথমেই যাবেন বিশ্বভারতীতে। ঘুরে দেখবেন আশ্রম। দুপুরে বাউল পরিবারে মধ্যহ্ন ভোজ সারবেন। এরপর স্থানীয় হনুমান মন্দিরে পুজো দিয়ে রোড শো’এ অংশ নেবেন। দিনভরই রাঙা মাটির দেশে কাটাবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: শুভেন্দু জের: জেলায় জেলায় বিক্ষোভ, কোথাও ছবিতে কালি, কোথাও জুতোর মালা!

রবিবার সকাল ১১টা নাগাদ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে যাবেন অমিত শাহ। কলকাতা থেকে চপারে পৌঁছবেন তিনি। বিজেপি সূত্রে খবর, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে বৈঠক করবেন তিনি। ঘুরে দেখবেন উপাসনা গৃহ, কলাভবন, সঙ্গীতভবন-সহ আশ্রম চত্বর। প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট সেখানেই থাকবেন শাহ। সেখান থেকে শ্যামবাটিতে বাউল বাসুদেব দাসের বাড়িতে দুপুরের খাবার খাবেন।

ঝাড়ু হাতে বিজেপি কর্মীরা।

এদিন সকাল থেকেই বাউল পরিবারে ব্যস্ততা তুঙ্গে। কাঠের আঁচে সমস্ত রান্না হবে। মেনুতে থাকবে বোলপুরের বিখ্যাত আলু পোস্ত। এছাড়াও ভাত, রুটি, ডাল, পালং শাক, পটল ভাজা, বেগুন ভাজা, চাটনি, রসগোল্লা। শনিবারই চূড়ান্ত প্রস্তুতি দেখতে বাউল বাসুদেব দাসের বাড়িতে ঘুরে এসেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। বাংলার ঐতিহ্য, বোলপুরের কৃষ্টি যে বাউল গান, এদিন সেই মাটির সুরেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত শান্তিনিকেতন।

চলছে রান্নার প্রস্তুতি।

আরও পড়ুন: ৭০-৮০ হাজার বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন: অনুব্রত

বোলপুর জুড়ে বিজেপির পতাকা, ফেস্টুনে ছেয়ে গিয়েছে। গেরুয়া সমর্থকদেরও ভিড় বাড়ছে। সকাল সকালই ঝাড়ু হাতে দেখা গিয়েছে দলীয় কর্মীদের। দুধ সাদা পোশাকে স্বচ্ছতা অভিযানে তাঁরা। অনুব্রত মণ্ডলের গড়ে ডাকবাংলো মাঠ থেকে বোলপুর চৌরাস্তা পর্যন্ত রোড শো করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখিও হবেন তিনি। নিরাপত্তা সংক্রান্ত সবরকম প্রস্তুতি ইতিমধ্যেই সাড়া। এখন শুধু শাহের অপেক্ষায় প্রহর গোনা।