‘মুখ্যমন্ত্রী হবে বাংলারই ভূমিপুত্র’, স্পষ্ট করলেন অমিত শাহ

Dec 20, 2020 | 6:13 PM

আশ্বস্ত করলেন, বহিরাগত নয়, মুখ্যমন্ত্রী হবে বাংলা থেকেই।

মুখ্যমন্ত্রী হবে বাংলারই ভূমিপুত্র, স্পষ্ট করলেন অমিত শাহ
অমিত শাহর রোড শো

Follow Us

বীরভূম:  শুভেন্দুকে দলে টেনেছেন ২৪ ঘণ্টাও পেরোয়নি। তারই মধ্যে বোলপুরের মেগা রোড শো থেকে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আশ্বস্ত করলেন, বহিরাগত নয়, মুখ্যমন্ত্রী হবে বাংলা থেকেই।

মেদিনীপুরের সভা থেকে তাঁকে তেমন কিছু ইঙ্গিত দিতে শোনা যায়নি। এদিনের অমিতের রোড শো ছিল লাইমলাইটে। এদিনের  মেগা শো থেকে তিনি কী বার্তা দেন, তাকিয়ে ছিল রাজনৈতিক মহল। বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজ সেরে সোজা পৌঁছে গিয়েছিলেন হনুমান মন্দিরে। পুজো সারেন। ঘড়িতে তখন প্রায় পৌনে চারটে। শুরু হয় অমিত শাহর রোড শো। লোকসভা নির্বাচনের আগে কলকাতার অমিতের সেই বিতর্কিত রোডশোর পর এটাই প্রথম। ‘বিদ্যাসাগর মূ্র্তি-ভাঙা’ নিয়ে গোটা বঙ্গ রাজনীতি তোলপাড় হয়েছিল, এবার রবিঠাকুরের প্রাঙ্গনে বিতর্ক ও কোনও অপ্রীতিকর অবস্থা এড়াতে  ছিল বিশেষ তত্পরতা।

র্যালির সামনেই ছিলেন দিলীপ ঘোষ, অনুপম হাজরা, রাহুল সিনহারা। গাড়িতে তখন অমিত শাহ। আর চর্তুদিকে গগণভেদী স্লোগান ‘অমিত শাহ স্বাগতম’, ‘দিলীপ ঘোষ স্বাগতম’। গমগম করছে পরিবেশ। গেরুয়া বেলুন, গেরুয়া ফুলে সেজেছে গোটা বাজার। এবারের রোড শোর আবহটাই যেন বার্তাবাহক। স্বীকার করলেন শাহ। শুরুতেই বললেন, “এরকম রোড শো আগে কখনই দেখিনি।”

হাততালি, কর্মীসমর্থকদের উচ্ছ্বাস, গোটা প্রস্তুতি, উদ্দীপনা, সর্বোপরি জমায়েত দেখে আপ্লুত শাহ। এবার বাংলায় গেরুয়া ঝড় যে কেউ রুখতে পারবে না, তা এই রোড শোই প্রমাণ করছে, শুরুটা করলেন এইভাবেই। বললেন, “বহিরাগত নয়, এরপর যিনি মুখ্যমন্ত্রী হবেন, তিনি বাংলারই ভূমিপুত্র।”  ক্যামেরার ফ্ল্যাশ তখন ঝলসে উঠছে। শুভেন্দু যোগদানের একদিনের মাথায় তাঁর এই বক্তব্য বিশেষ ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।  অমিত শাহর বাকি বক্তব্যের গোটাটাই ছিল শাসকদলকে বিঁধে।

তবে রাজনৈতিক মহলের ব্যাখ্যা তাতে নতুন কিছু ছিল না। শুভেন্দুকে দলে টেনে যে ‘এক্সট্রা অ্যাডভানটেজ’ পেতে চাইছে বিজেপি, তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। শুভেন্দুর বিজেপিতে যোগদান প্রসঙ্গেও উঠেছিল নানা তত্ত্ব। যদিও নেতা তা ফুত্কারে উড়িয়ে দিয়েছেন মেদিনীপুরের সভা থেকেই। বলে দিয়েছেন, “নেতা যা বলবেন, তাই করব।”

অমিত এদিন আরও  বলেন, “বাংলার মানুষ আসলে কোনও বিশেষ ব্যক্তিকে বদলানোর পরিবর্তন চাইছেন না। পশ্চিমবঙ্গের বিকাশের পরিবর্তন চাইছেন।” সঙ্গে বাংলা থেকেই মুখ্যমন্ত্রী হবেন বলে আশ্বাস দেন তিনি।  অমিত শাহ যখন কথাগুলি বলছিলেন, তখন কর্মী সমর্থকদের করতালি যেন শাহর মন স্পর্শ করছিল।

অমিত বললেন, “পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করে নিয়েছেন, পরিবর্তন করবেনই। এই পরিবর্তন পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য পরিবর্তন।” সংযোগ করলেন, “তোলাবাজি বন্ধে পরিবর্তন দরকার। ভাইপোর দাদাগিরি বন্ধ হবে তাতে।”

আরও পড়ুন: বাউলের সংসার চলে রেশনের চালে, শাহের পাতে মিনিকেট

পাঁচ বছরে সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিলেন আবার। বললেন, “পরেরবার পদ্ম ফুলে বোতাল টিপে ভোট দিলেই পশ্চিমবঙ্গ উন্নয়নের রাস্তায় হাঁটতে শুরু করবে।” বিজেপি সমর্থকদের ভিড়ে ঠাসা বোলপুরের রাস্তা, চৌরাস্তা, প্রতিটি কানাগুলিতেও যেন পৌঁছে গিয়েছে অমিতের বার্তা। তবে তৃণমূল বলছে, বাইরে থেকে নাকি লোক এনে জমায়েত করা হয়েছিল। বলাই বাহুল্য, এবারের অমিতের বঙ্গ সফরে এক শুভেন্দু-যোগ আর মেগা রোড শো যে তৃণমূলকেও বিশেষ বার্তা দিল, তা তাদের প্রতিক্রিয়াতেই স্পষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

Next Article