‘দুয়ারে সরকার’-এর পর এবার ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচির ঘোষণা করল রাজ্য সরকার

Dec 28, 2020 | 3:09 PM

আগামী ২ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে। এই কর্মসূচির জন্য পৃথক টাস্ক ফোর্সও গঠন করা হবে।

দুয়ারে সরকার-এর পর এবার পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচির ঘোষণা করল রাজ্য সরকার
ফাইল ছবি

Follow Us

বীরভূম: দুয়ারে সরকার কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলেছে, এমনই দাবি রাজ্য সরকারের। সেই সাফল্যকে মাথায় রেখেই এবার সরকারের নতুন স্লোগান, ‘পাড়ায় পাড়ায় সমাধান, নতুন বছরে নতুন অভিযান।’ নতুন বছরে আরও বেশি করে জনসংযোগ গড়ে তুলতে এবার ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচির ঘোষণা করল রাজ্য সরকার। বীরভূমের বোলপুরের প্রশাসনিক সভা থেকে আজই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

এদিনের সভায় মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ছোটো থেকে আরও বেশি ছোটো কাজ করার জন্য রাজ্য সরকার ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচি শুরু করতে চলেছে। আগামী ২ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে। এই কর্মসূচির জন্য পৃথক টাস্ক ফোর্সও গঠন করা হবে।

আরও পড়ুন: শিল্পের জন্য কোনওদিন পিছিয়ে যেতে দেখেছেন মমতাকে: সুব্রত

এদিনের সভাতেই মুখ্যমন্ত্রী বলতে থাকেন, এরকম অনেক ছোট ছোট কাজ থাকে। সহজে সেই কাজগুলি করে দেওয়া সম্ভব হয়। সেই কাজগুলিকে এই কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে। এর সরকারি বিজ্ঞাপনও দেওয়া হবে। অন্যদিকে, ‘দুয়ারে সরকার’ কর্মীরা ৫ হাজার টাকা করে পাবেন বলে প্রেস কনফারেন্সে ঘোষণা করেন সুব্রত মুখোপাধ্যায়।

Next Article