শিল্পের জন্য কোনওদিন পিছিয়ে যেতে দেখেছেন মমতাকে: সুব্রত

রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি করোনা আক্রান্ত। হাসপাতালে ভর্তি। অথচ তিনিই নন্দীগ্রামের সভার আহ্বায়ক। তাই মমতার সভা বাতিল করা হয়েছে।

শিল্পের জন্য কোনওদিন পিছিয়ে যেতে দেখেছেন মমতাকে: সুব্রত
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Dec 28, 2020 | 2:48 PM

কলকাতা: মমতা কোনওদিনই শিল্পের বিরোধী নন। যে প্রেক্ষাপটে তিনি সিঙ্গুরে শিল্প নয় বলেছিলেন, সেটা একেবারেই অন্য। সোমবার তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন সুব্রত মুখোপাধ্যায়। একইসঙ্গে জানালেন, নন্দীগ্রামে মমতার সফর বাতিলের কারণ অখিল গিরির অসুস্থতা। রামনগরের বিধায়ক অখিল কোভিড-১৯ পজিটিভ। এদিকে তিনিই নন্দীগ্রামে মমতার সভার আহ্বায়ক। সে কারণেই আপাতত নন্দীগ্রামে সভা করবেন না তৃণমূল নেত্রী। তবে অখিল গিরি সুস্থ হলেই সেখানে যাবেন মমতা।

সম্প্রতি সিঙ্গুরে রাজ্য সরকারের প্রস্তাবিত অ্যাগ্রো ইনডাস্ট্রিয়াল পার্ক ঘিরে সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। বিরোধীদের বক্তব্য, এক সময় মমতা সিঙ্গুরে শিল্প হতে দেননি। একুশের ভোটের আগে সেই সিঙ্গুরেই ইনডাস্ট্রিয়াল পার্কের কথা বলছেন। এদিন বিরোধীদের জবাব দিয়ে সুব্রত বলেন, “যে প্রেক্ষাপটে উনি বলেছিলেন সিঙ্গুরে শিল্প নয়, সেটা অন্য। উনি বলেছিলেন শিল্প হোক। কিন্তু যারা অত্যন্ত গরীব তাদের জন্য কৃষিকাজের ব্যবস্থা থাক। শিল্পের জন্য কোনওদিন পিছিয়ে যেতে দেখেছেন মমতাকে? জুট শিল্প থেকে শুরু করে ঘরের শিল্প বাঁচানোর অনবরত চেষ্টা করছেন মমতা।”

নন্দীগ্রামে আগামী ৭ জানুয়ারি সভা করার কথা ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার সকালেই জানা যায় মমতার সে কর্মসূচি আপাতত বাতিল করা হয়েছে। কিন্তু কেন হঠাৎই এই সিদ্ধান্ত তা নিয়ে জল্পনা ছিল প্রচুর। এদিন সে বিষয়ই স্পষ্ট করে দিয়ে সুব্রত জানান, রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি করোনা আক্রান্ত। হাসপাতালে ভর্তি। অথচ তিনিই নন্দীগ্রামের সভার আহ্বায়ক। তাই মমতার সভা বাতিল করা হয়েছে। বিধায়ক সুস্থ হলে তারপরই নন্দীগ্রামে যাবেন মমতা।

আরও পড়ুন: পোস্টার রাজনীতিতে এবার ‘বেসুরো’ রবীন্দ্রনাথ, সৌজন্যে ‘স্যরের অনুগামীরা’

রবিবারই জ্বর, কাশি নিয়ে বেলেঘাটা আইডিতে ভর্তি হন রামনগরের বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূলের মুখ্য কোঅর্ডিনেটর অখিল গিরি। সুগার, প্রেশার স্বাভাবিক থাকলেও চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রাখতে চান। এদিকে করোনা আক্রান্ত হওয়ায় দলীয় সমস্ত কাজ থেকেও এখন অন্তত দিন ২০ তাঁকে বিরতি নিতেই হবে। সে কারণেই আপাতত মমতা নন্দীগ্রাম-সফর স্থগিত রাখছেন। সুব্রত মুখোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী সভায় থাকবেন না ঠিকই। তবে সেদিন কর্মিসভা হবে। অখিল গিরি সুস্থ হলেই মুখ্যমন্ত্রীর সভা।

নতুন বছরের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম সফর ঘিরেই ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে পারদ চড়তে শুরু করেছিল। পুরনো দলের নেত্রী আসছেন শুনেই, বিজেপির শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন পরদিনই তিনি নন্দীগ্রাম যাবেন মমতার ‘জবাবি সভা’ করতে। অর্থাৎ মমতা ৭ তারিখের সভায় যা যা বলতেন, তারই জবাব দিতে ৮ তারিখ সভা করার পরিকল্পনা ছিল শুভেন্দুর। আপাতত সে ‘দ্বৈরথ’ স্থগিত।

অন্যদিকে এদিন সাংবাদিক বৈঠকে রাজীব কুমার এবং সিবিআই প্রসঙ্গেও মুখ খোলেন সুব্রত মুখোপাধ্যায়। বলেন, “রাজীব কুমার বরাবর সিবিআইকে সাহায্য করেছেন। কোঅপারেট করেছেন। আর কী করতে পারেন তিনি। আরোপ অনেকেই অনেকের উপর লাগাতে পারেন। তাতে কার কী! নির্বাচন আসছে বলেই হয়ত এমন অবস্থা। রাজীব কুমার বরাবর সাহায্য করছেন। এটাই আমাদের কাছে খবর। এরপর যা হবে তা রাজীব কুমার আর সিবিআইয়ের ব্যাপার।” সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি যাওয়া প্রসঙ্গে সুব্রতর প্রতিক্রিয়া, “সৌরভ তো বলছে ওর যোগাযোগ রাজনৈতিক নয়। ভারত ভালই খেলছে অস্ট্রেলিয়ায়। তাতে কোনও ইঙ্গিত হয় বলে জানি না। কে কার সঙ্গে দেখা করবে তা আমি কী করে বলব।”