দুই বাংলার অংশ মিলিয়ে ‘ইসলামিক স্টেট’ মানচিত্র তৈরি নাজিবুল্লার! চাঞ্চল্যকর তথ্য পেশ আদালতে
নাজিবুল্লা নামে ওই ব্যক্তিকে বীরভূম থেকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই তাকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তদন্তকারীরা।
বীরভূম: জেএমবি-যোগ (JMB) সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করল এসটিএফ। নাজিবুল্লা নামে ওই ব্যক্তিকে বীরভূম থেকে গ্রেফতার করা হয়। শুক্রবারই তাকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে বিচারক ধৃত নাজিবুল্লাকে ২৪ ডিসেম্বর পর্যন্ত এসটিএফ হেফাজতের নির্দেশ দেন।
এদিন আদালতে সরকারি আইনজীবী জানান, ধৃতের কাছ থেকেই ইসলামিক স্টেটের নানা ধরনের দস্তাবেজ উদ্ধার হয়েছে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মানচিত্র মিলিয়ে একটি অভিন্ন মানচিত্র তৈরি করেছিল নাজিবুল্লা। নিজের তৈরি এই মানচিত্রকে ইসলামিক স্টেট বাবানোর দাবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিল। ভুয়ো নামে ফেসবুকে দুটি অ্যাকাউন্ট খুলেই প্রচার চালাত নাজিবুল্লা। জেহাদি প্রচার ও পোস্টও করত সে। আইএস যোগ ও জেএমবি যোগ খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডেও উঠে আসে তার নাম।
ধৃত নাজিবুল্লার বাড়ি বীরভূমের কাশীমবাজারে। বীরভূমে একটি ছাপাখানাও চালাত সে। সেখানে তল্লাশি চালিয়ে এসটিএফ একটি ল্যাপটপ, একটি কম্পিউটার উদ্ধার করেছে। এছাড়াও বেশ কিছু নথিপত্র, মৌলবাদী সাহিত্য, ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করেন গোয়েন্দারা। তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: মণীশ শুক্লা খুনের ব্লু প্রিন্ট তৈরি করেছিল সে, সিআইডি-র জালে মূল অভিযুক্ত নাসির
জেহাদি কার্যকলাপের সঙ্গে নাজিবুল্লার যোগ রয়েছে বলে অভিযোগ। সাকিব আলি নাম দিয়ে ফেসবুকে একটি অ্যাকাউন্টও খুলেছিল সে। সেখানে নানা উস্কানিমূলক মন্তব্য ও পোস্ট করত নাজিবুল্লা। বেশ কিছুদিন ধরেই তার গতিবিধি ও সোশ্যাল মিডিয়া কার্যকলাপের ওপর নজর রাখছিলেন গোয়েন্দারা। তদন্তকারীরা মনে করছেন, সরাসরি জেএমবি-র সঙ্গে যুক্ত না থাকলেও, বাংলাদেশি ওই সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখত নাজিবুল্লা। বীরভূম থেকে অর্থ সংগ্রহ করত সে, পাশাপাশি আসত হাওয়ালার টাকাও।