AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Birbhum: মর্মান্তিক! বয়স তাদের ৪-৫-৮, জলে ভাসছে ৩ শিশুর দেহ

Birbhum: একই গ্রামের তিন শিশুর জলে ডুবে মৃত্যুর ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নলহাটি -২ ব্লক প্রশাসনের কর্তারা। পৌঁছায় নলহাটি থানার পুলিশ।

Birbhum: মর্মান্তিক! বয়স তাদের ৪-৫-৮, জলে ভাসছে ৩ শিশুর দেহ
জলে ডুবে মৃত্যু ৩ শিশুরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 28, 2025 | 3:56 PM
Share

বীরভূম: খেলতে গিয়ে দিঘির জলে ডুবে মৃত্যু হল তিন শিশুর। তার মধ্যে দু’জন শিশুকন্যা ও একজন শিশুপুত্র। সোমবার ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার বারা গ্রামে। মৃতদের নাম নাসরিন খাতুন (৪), নুরানি খাতুন (৫) ও তামিম শেখ (৮)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বারা গ্রামের উওরপাড়ার দিঘির জলে শিশুদের ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করা হয়। ততক্ষণে অবশ্য তিনজনেরই মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দিঘির পাড়ে খেলার সময় তারা দিঘির জলে পড়ে গিয়ে ডুবে যায়। তার জেরেই তিনজনের মৃত্যু হয়েছে।

মৃত এক শিশুর প্রতিবেশী বলেন, তিন শিশুই ওই দিঘির পাড়ে খেলছিল। সেখানে কেউ ছিল না। আধঘণ্টা পর বাড়ির লোক খোঁজ করে। খোঁজ করতে গিয়েই দেখা যায়, দিঘির জলে ভাসছে তিন শিশু। মৃত ৩ শিশুর মধ্যে ২ জন একই পরিবারের।

একই গ্রামের তিন শিশুর জলে ডুবে মৃত্যুর ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নলহাটি -২ ব্লক প্রশাসনের কর্তারা। পৌঁছায় নলহাটি থানার পুলিশ। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ।