Rampurhat Hospital: রক্ষীদের সরিয়ে বন্দুক হাতে সরকারি হাসপাতালের CCU-তে হাজির যুবক

Rampurhat Hospital: শুক্রবার রাতের ওই ঘটনার পর হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার ইশ্বর চট্টোপাধ্যায় থানায় অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে ওই ব্যক্তি রামপুরহাটের ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

Rampurhat Hospital: রক্ষীদের সরিয়ে বন্দুক হাতে সরকারি হাসপাতালের CCU-তে হাজির যুবক
অভিযুক্ত ব্যক্তিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 30, 2023 | 3:50 PM

বীরভূম: সরকারি হাসপাতালে আগ্নেয়াস্ত্র হাতে হাজির যুবক। তাঁকে আটকানোর সবরকম চেষ্টা করেও কোনও লাভ হয়নি। রক্ষীদের ঠেলে সরিয়ে ভিতরে প্রবেশ করেন ওই যুবক। তারপর সোজা চলে যান হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা সিসিইউ-তে। তিনি দাবি করেন, তাঁর আত্মীয় ওই হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সঙ্গে দেখা করতেই নাকি এসেছেন তিনি। শুক্রবার রাতে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজে। বন্দুক হাতে ওই ব্যক্তিকে প্রবেশ করতে দেখে সন্ত্রস্ত হয়ে পড়েন রোগীরা। পরে বেরিয়ে যান তিনি। সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হয়।

হানিফ শেখ নামে ওই অভিযুক্তকে ইতিমধ্য়েই গ্রেফতার করেছে রামপুরহাট থানার পুলিশ। শুক্রবার রাতের ওই ঘটনার পর হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার ইশ্বর চট্টোপাধ্যায় থানায় অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে ওই ব্যক্তি রামপুরহাটের ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

অ্যাসিস্ট্যান্ট সুপার জানিয়েছেন, শুক্রবার রাত ১০ টা নাগাদ ওই ঘটনা ঘটে। প্রথমে বাধা দেওয়া হলে কথা কাটাকাটি শুরু হয়ে যায় রক্ষীদের সঙ্গে। সিসিইউ-তেও তাঁকে প্রবেশ করতে বাধা দেন কর্তব্যরত নার্সরা। তাঁকে নিষেধ করা হলে ওই ব্যক্তি নার্সদের বন্দুক দেখান বলে অভিযোগ। তিনি মদ্যপ অবস্থায় হাসপাতালে গিয়েছিলেন বলে অভিযোগ কর্মীদের। আত্মীয়কে দেখেই চলে যান তিনি।

জানা গিয়েছে, হানিফ নামে ওই যুবকের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ দায়ের হয়েছে। শনিবার অভিযুক্তকে রামপুরহাট আদালতে তোলা হয়।