Bengal BJP: ‘মোদীজির অনুপ্রেরণায় অনুপ্রাণিত’ হয়ে বিজেপিতে এলেন কেষ্টভূমের তৃণমূল যুব নেতা

হিমাদ্রী মণ্ডল | Edited By: Soumya Saha

Feb 26, 2024 | 5:06 PM

BJP: বিজেপির দাবি, নীলমাধব চৌধুরীর সঙ্গে আরও ৩০টি পরিবার তৃণমূল ছেড়ে তাদের দলে যোগ দিয়েছে। সোমবার বিজেপির বীরভূম জেলা কার্যালয়ে এই যোগদান পর্ব চলে। বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার হাত ধরে এদিন পদ্ম শিবিরে ভিড়লেন নীলমাধব। এই যোগদান পর্ব লোকসভা ভোটের আগে এলাকায় বিজেপির সাংগঠনিক শক্তি আরও মজবুত করবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Bengal BJP: মোদীজির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে বিজেপিতে এলেন কেষ্টভূমের তৃণমূল যুব নেতা
নরেন্দ্র মোদী (ফাইল ছবি)
Image Credit source: Facebook

Follow Us

বীরভূম: শিয়রে লোকসভা ভোট। তার আগেই কেষ্ট-হীন বীরভূমে শাসক শিবিরে ভাঙন ধরাল বিজেপি। যুব তৃণমূলের খয়রাশোল ব্লক সভাপতি নীলমাধব চৌধুরী এবার ভোটের মুখে যোগ দিলেন গেরুয়া শিবিরে। বিজেপির দাবি, নীলমাধব চৌধুরীর সঙ্গে আরও ৩০টি পরিবার তৃণমূল ছেড়ে তাদের দলে যোগ দিয়েছে। সোমবার বিজেপির বীরভূম জেলা কার্যালয়ে এই যোগদান পর্ব চলে। বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার হাত ধরে এদিন পদ্ম শিবিরে ভিড়লেন নীলমাধব। এই যোগদান পর্ব লোকসভা ভোটের আগে এলাকায় বিজেপির সাংগঠনিক শক্তি আরও মজবুত করবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান

বিজেপিতে যোগদানের পর যুব নেতা নীলমাধব চৌধুরীর বক্তব্য, ‘আমি মোদীজির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েই বিজেপিতে যোগদান করছি।’ দলবদলের পরই তৃণমূল শিবিরকে একহাত নিয়ে তিনি বলেন, ‘তৃণমূলের যে নীতি, সেখানে দম বন্ধ হয়ে আসছে। ওদের কার্যকলাপ সবাই দেখতে পাচ্ছে। চারিদিকে লুঠ, সন্ত্রাস। আমরা এই সন্ত্রাস কোনওভাবেই সমর্থন করি না।’ এদিন নীলমাধব চৌধুরীর সঙ্গে তৃণমূল ছেড়ে আরও দুই সাধারণ তৃণমূল নেতা-কর্মী মদন মণ্ডল ও সাধন দাস বৈরাগ্যও ঘাসফুল ছেড়ে পদ্মফুলে যোগ দেন। নীলমাধবের দাবি, ‘আজ তিন জন যোগদান করলাম, আগামী দিনে তিন হাজার জন যোগদান করবে।’

বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা এদিনের যোগদান পর্বের পর লোকসভা ভোটের ফলাফল নিয়ে আরও বেশি আশাবাদী। তাঁর বক্তব্য, ‘তৃণমূল কংগ্রস খয়রাশোলে গোল্লা পাবে। বিজেপির ব্যাপক জয় হবে।’

যদিও এই দলবদলকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে না তৃণমূল শিবির। শাসক পক্ষের দাবি, কিছু মানুষ থাকে, যাদের কোনও রাজনৈতিক স্থিরতা থাকে না। বার বার দল পরিবর্তন করে। ফলে বিষয়টির বিশেষ কোনও প্রভাব নির্বাচনের ময়দানে পড়বে না বলেই মনে করছে তৃণমূল।

Next Article