Amartya Sen: আমি কখনও দাবি করিনি নোবেল পেয়েছি: অমর্ত্য সেন

Amartya Sen: কয়েকদিন আগে যখন তাঁকে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তখন উপাচার্যর দাবি শুনে হেসে ফেলেছিলেন নোবেলজয়ী। বলেছিলেন, 'এই নিয়ে আমার কিছু বলার নেই।'

Amartya Sen: আমি কখনও দাবি করিনি নোবেল পেয়েছি: অমর্ত্য সেন
অমর্ত্য সেন
Follow Us:
| Edited By: | Updated on: Jan 30, 2023 | 11:49 PM

বোলপুর: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Amartya Sen) নোবেল-জয় নিয়ে সম্প্রতি এক বিতর্কিত মন্তব্য করেছেন বিশ্বভারতীর (Visva Bharati University) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty)। বলেছেন, ‘অমর্ত্য সেন নোবেল লরিয়েট নন, উনি নোবেল প্রাইজ পাননি। উনি নিজে দাবি করেন নোবেল প্রাইজ পেয়েছেন বলে।’ বিশ্বভারতীর উপাচার্যের এই মন্তব্যের পর সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। নোবেলজয়ী অর্থনীতিবিদের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্টজনেরা। বিশ্বভারতীর উপাচার্যের এহেন মন্তব্যের বিষয়ে এবার কড়া জবাব দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। বললেন, ‘আমি কখনও দাবি করিনি নোবেল পেয়েছি।’ কয়েকদিন আগে যখন তাঁকে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তখন উপাচার্যর দাবি শুনে হেসে ফেলেছিলেন নোবেলজয়ী। বলেছিলেন, ‘এই নিয়ে আমার কিছু বলার নেই।’

তবে এদিন টিভি নাইন বাংলার প্রশ্নের উত্তরে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বললেন, ‘উপাচার্য তো অনেক কথাই বলে থাকেন। আমাদের উপাচার্য যেরকম কথা বলে থাকেন, তাতে আমি নোবেল পেয়েছি বলে দাবি করি… এমন মিথ্যা বার বার বলতে থাকেন। এমন হলে বলতে হবে তিনি নিজের প্রতি খুব সুবিচার করছেন না।’

প্রসঙ্গত, অমর্ত্য সেনের নোবেলজয় নিয়ে ওই বিতর্কিত মন্তব্যের পর বিশ্বভারতীর উপাচার্য সেই সময় বলেছিলেন, ‘অর্থনীতিতে যাঁরা নোবেল পান, তাঁরা আদতে নোবেল মেমোরিয়াল পুরস্কার পান।’ সেই মন্তব্য ঘিরেই যত বিতর্কের সূত্রপাত। বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতেও জোর চর্চা শুরু হয়েছিল। বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় উঠেছিল বিদ্যুৎ চক্রবর্তীর ওই মন্তব্যকে ঘিরে। অতীতে একবার বিষয়টিকে হেসে উড়িয়ে দিলেও এবার তা নিয়ে মুখ খুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। অমর্ত্য সেন নিজেকে নোবেলজয়ী বলে দাবি করেন বলে যে মন্তব্য বিশ্বভারতীর উপাচার্য করেছেন, সেই মন্তব্য ‘মিথ্যা’ বলে দাবি করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। বললেন, তিনি কখনও নোবেল পেয়েছেন বলে দাবি করেননি। পাশাপাশি উপাচার্য এই সব মন্তব্য করে নিজের সঙ্গে সুবিচার করছেন না বলেও মনে করছেন নোবেলজয়ী অমর্ত্য সেন।