Anubrata Mondal: সুকন্যার অ্যাকাউন্টে আরও ৫০ লক্ষ, এবার কেষ্টর পরিবারের পঞ্চম লটারির হদিশ

Anubrata Mondal: জানুয়ারিতে সুকন্যা জেতেন ৫০ লক্ষ টাকার লটারি। দাবি সিবিআই-এর।

Anubrata Mondal: সুকন্যার অ্যাকাউন্টে আরও ৫০ লক্ষ, এবার কেষ্টর পরিবারের পঞ্চম লটারির হদিশ
বাবার সঙ্গে সুকন্যা
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2022 | 10:13 AM

বীরভূম: এবার কেষ্টর পরিবারে পঞ্চম লটারির হদিশ। জানুয়ারিতে সুকন্যা জেতেন ৫০ লক্ষ টাকার লটারি, দাবি সিবিআই-এর। তদন্তকারীরা মনে করছেন, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গরু পাচারের কালো টাকা লটারির মাধ্যমে সাদা করেছেন। সেই সংক্রান্ত বেশ কিছু তথ্য ইতিমধ্যেই হাতে এসেছে তদন্তকারীদের। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে আরও ৫০ লক্ষ  টাকার হদিশ মিলেছে। যা লটারি বিজেতা হিসাবে  পেয়েছিলেন সুকন্যা। গোয়েন্দাদের দাবি, সুকন্যার অ্যাকাউন্টে আরও একটি ৫০ লক্ষ টাকার একটি নতুন লটারির সন্ধান পাওয়া গিয়েছে। উল্লেখ্য, অনুব্রত ও সুকন্যার নামে আগেই চারটি লটারির হদিশ পেয়েছিলেন তদন্তকারীরা।

লটারির পুরস্কার বিজেতা হিসাবে বিপুল অঙ্কের টাকা যে অনুব্রত ও তাঁর মেয়ের অ্যাকাউন্টে ঢুকেছে, সেই তথ্য আগেই পেয়েছিলেন তদন্তকারীরা। দুই জনের দুই ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৫১ লক্ষ টাকার সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। বছর তিনেক আগেও অনুব্রতের অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকা ঢুকেছিল, সেটাও লটারির মারফতই।

এবারের ৫০ লক্ষ টাকার সন্ধান করতে গিয়ে তদন্তকারীরা দেখতে পান, চলতি বছরের জানুয়ারি মাসেই লটারি মারফত সুকন্যার অ্যাকাউন্টে ঢুকেছে এই টাকা। উল্লেখ্য, এর আগে রাজ্যের এক জনপ্রিয় লটারিবিক্রেতা সংস্থার ওয়েবসাইটে পুরস্কার বিজেতা হিসাবে অনুব্রত মণ্ডলের নাম প্রকাশিত হয়েছিল। সে সময় ১ কোটি টাকা জিতেছিলেন তিনি। যদিও সেই তত্ত্ব নিজের মুখে স্বীকার করেননি অনুব্রত মণ্ডল। গত সপ্তাহেই তদন্তকারীরা জানতে পান, দু’বার করে লটারির টাকা অনুব্রত ও সুকন্যার অ্যাকাউন্টে ঢুকেছে। বারবার কি তবে লটারি জিতেছেন সুকন্যা অনুব্রত নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে  দেখছেন তদন্তকারীরা।

প্রসঙ্গত, শুক্রবারই শীর্ষ আদালতে অনুব্রত মণ্ডলের আইনি রক্ষা কবচ মামলার শুনানি রয়েছে। ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলের আইনি রক্ষা কবচ প্রত্যাহারের আর্জি  জানিয়েছে সিবিআই। গরু পাচার, ভোট পরবর্তী হিংসার অস্বস্তির মাঝেই দোসর হয়ে উঠেছে লটারি-কাণ্ড।