Anubrata Mondal: ‘কেন বাংলার মাটি রক্তে লাল হতে দেব?’ হাত জড় করে আবেদন অনুব্রত মণ্ডলের
Waqf Protest: অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে বীরভূমের চারটি বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হল বীরভূমে। এদিন বিকেলে বীরভূমের নলহাটির একটি বেসরকারি সভাকক্ষে এই সভা হয়।

বীরভূম: ‘ওয়াকফ সংশোধনী বিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় যখন দায়িত্ব নিয়েছেন, তখন আমরা কেন বাংলার মাটি রক্তে লাল হতে দেব?’ এ কথাই বললেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর স্পষ্ট বক্তব্য, “আমরা সবাই ভাই ভাই, মিলে মিশে থাকব। কোনও ঝামেলা বা হানাহানি করব না। জোড় হাত করে কর্মীদের উদ্দেশে এই বার্তা দিলেন তিনি।”
সোমবার বিকেলে বীরভূমের নলহাটিতে একটি কর্মিসভায় মঞ্চে বক্তব্য রাখছিলেন তিনি। সেই সময় এই বার্তা দিতে শোনা যায় তাঁকে। ওয়াকফ-বিরোধী আন্দোলন ঘিরে গত কয়েকদিন ধরে উত্তপ্ত রাজ্যের বিভিন্ন জায়গা। মুর্শিদাবাদ, মালদহ থেকে শুরু করে দক্ষিণ ২৪ পরগনায় দেখা যাচ্ছে অশান্তির ছবি। এই পরিস্থিতিতেই কর জোড়ে শান্তিরক্ষার অনুরোধ অনুব্রতর।
উপস্থিত এক কর্মীর নাম উল্লেখ করে অনুব্রত বলেন, ‘আজ কাজলুর রক্তটা দেখুন আর আমার রক্তটা দেখুন। যদি কোনও ডাক্তার বলে রক্তটা আলাদা, তাহলে আমি দল ছেড়ে দেব।’ এভাবেই কার্যত সম্প্রীতির বার্তা দিতে শোনা যায় অনুব্রতকে।
অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে বীরভূমের চারটি বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হল বীরভূমে। এদিন বিকেলে বীরভূমের নলহাটির একটি বেসরকারি সভাকক্ষে এই সভা হয়। মুরারই , নলহাটি, হাঁসন ও ময়ুরেশ্বর বিধানসভার বিধায়ক সহ অন্যান্য নেতা ও নেত্রীরা উপস্থিত ছিলেন।





