AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anubrata Mondal: ফাঁস হল অডিয়ো, অথচ ফোনটাই জমা নিল না পুলিশ! অনুব্রত বললেন ‘মনে নেই’

Anubrata Mondal: বৃহস্পতিবার বিকেল ৩টে ২৫ মিনিটে অনুব্রত মণ্ডল এসডিপিও-র দফতরে হাজির হন। ঘণ্টা দুয়েক থাকার পর বেরিয়ে যেতে দেখা যায় তাঁকে।

Anubrata Mondal: ফাঁস হল অডিয়ো, অথচ ফোনটাই জমা নিল না পুলিশ! অনুব্রত বললেন 'মনে নেই'
অনুব্রত মণ্ডলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 05, 2025 | 8:05 PM
Share

বোলপুর: বোলপুরের আইসি লিটন দাসকে হুমকি দেওয়ার অভিযোগে জামিন অযোগ্য থারায় মামলা হয়েছিল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। ফোনে তাঁর সঙ্গে আইসি-র কী কথোপথন হয়েছিল, সেই অডিয়ো প্রকাশ্যে আসে। এতকিছুর পরও অনুব্রতর ফোনটাই জমা নিল না পুলিশ!

অভিযোগ দায়ের হওয়ার পর সাতদিন পর আজ, বৃহস্পতিবার এসডিপিও-র অফিসে হাজিরা দেন অনুব্রত মণ্ডল। ঘণ্টা দুয়েক সেখানে ছিলেন তিনি। পরে বেরিয়ে গাড়িতে চেপে বাড়ি চলে যান। বারবার সংবাদমাধ্যম প্রশ্ন করলেও এদিন মুখ খোলেননি তৃণমূল নেতা। সোজা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন।

কিন্তু প্রশ্ন উঠেছে, যে ফোন থেকে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল সেই ফোনটাই জমা নিল না পুলিশ। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় নাকি অনুব্রত বলেছেন ‘ফোনের কথা মনে নেই’। অর্থাৎ হুমকির অভিযোগ থাকা সত্ত্বেও ফোনটাই নাগালে পেল না পুলিশ।

শুধুমাত্র হুমকি নয়, যৌন হেনস্থা, সরকারি আধিকারিককে বাধা দেওয়ার মতো অভিযোগও রয়েছে অনুব্রতর বিরুদ্ধে। এদিন সন্ধ্যায় অনুব্রতর গাড়ির সামনে প্রশ্ন করা হয়, তাঁকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে কি না। এ কথা শুনে অনুব্রত নিজস্ব ঢঙে বলেন, “দু দিন যাক। আগে চালচলন দেখি তারপর বলব।”

বিরোধীরা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, কার আশ্বাস পেয়ে এদিন হঠাৎ অনুব্রত পুলিশের সামনে হাজিরা দিলেন?