Anubrata Mondal: বামেদের প্রশংসায় কেষ্ট! বললেন, সিপিএম নরেন্দ্র মোদীর দলের মতো মিথ্যেবাদী নয়
অনুব্রত মণ্ডল (নিজস্ব ছবি)

Anubrata Mondal: বামেদের প্রশংসায় কেষ্ট! বললেন, ‘সিপিএম নরেন্দ্র মোদীর দলের মতো মিথ্যেবাদী নয়’

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 02, 2022 | 3:21 PM

Municipal ELection Counting 2022: অনুব্রত মণ্ডল বলেন, "আসলে ওদের সংগঠন নেই। কয়েকটা পাতাখোর-নেশাখোর দিয়ে সংগঠন হয় না।"

বীরভূম: অনুব্রত (Anubrata Mondal) গড়ে এখনও অস্তিত্ব বোঝাল কাস্তে হাতুড়ি তারা! গোটা বীরভূমে যখন সবুজ আবিরের ঝড়, তখন রামপুরহাটের একটি মাত্র ওয়ার্ডে জয়ী সিপিআইএম প্রার্থী। রামপুরহাটের ১৭ নম্বর ওয়ার্ডে জয়ী বাম প্রার্থী সঞ্জীব মল্লিক। তাঁর প্রাপ্ত ভোট ১২৬৭। তৃণমূল প্রার্থী আবদুল মালিককে ১৫৩ ভোটে পরাজিত করেছেন তিনি।

গোটা জেলায় সবুজ ঝড় বয়ে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন অনুব্রত মণ্ডল। বলেন, “কেন বিজেপিরা ফাইল করল না? যদি বামেরা মনোনয়ন দাখিল করতে পারে, কংগ্রেস পারে তাহলে বিজেপি কেন পারল না? আসলে ওদের সংগঠন নেই। কয়েকটা পাতাখোর-নেশাখোর দিয়ে সংগঠন হয় না। তবুও সিপিএম ভোট পেয়েছে সব জায়গায়। ওরা আগে যে ভুল করেছিল সেই ভুলের সংশোধন করেছে। তাই আবার সিপিএম ভোট পাচ্ছে। আমার এখানেও ভোট পেয়েছে। সিপিএম নরেন্দ্র মোদীর দলের মতো মিথ্যেবাদী দল নয়।”

YouTube video player

আরও পড়ুন: Municipal ELection Counting 2022: ছয় মাসের ‘শিশু’ জিতে নিল দার্জিলিং, কোণঠাসা ঘাসফুল-জেজিএম