Bagtui Massacre: তথ্যপ্রমাণে নজরদারি, হাইকোর্টের নির্দেশের পরই রাতারাতি বগটুইয়ে বসল সিসিটিভি

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 24, 2022 | 9:06 AM

Bagtui Massacre: বুধবার মধ্যরাত থেকেই বগটুই গ্রামে অকুস্থলে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ চলছে। শেষ পাওয়া খবর পর্যন্ত ৩২ টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী, আরও সিসি ক্যামেরা বসানো হতে পারে।

Bagtui Massacre:  তথ্যপ্রমাণে নজরদারি, হাইকোর্টের নির্দেশের পরই রাতারাতি বগটুইয়ে বসল সিসিটিভি
কলকাতা হাইকোর্টে বগটুই মামলা

Follow Us

বীরভূম: হাইকোর্টের নির্দেশ মেনে বগটুইয়ে সিসিটিভি লাগানো প্রশাসন। নারকীয় ‘হত্যাকান্ডে’ যে সব বাড়িতে আগুন লাগানো হয়, সেখানে ও গ্রামের একাধিক জায়গায় সিসিটিভি লাগিয়েছে প্রশাসন। উদ্দেশ্য একটাই, কোনওভাবেই কেউ যাতে তথ্য প্রমাণ লোপাট করতে না পারে, তার নজরদারি করা। বুধবার মধ্যরাত থেকেই বগটুই গ্রামে অকুস্থলে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ চলছে। শেষ পাওয়া খবর পর্যন্ত ৩২ টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।

পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী, আরও সিসি ক্যামেরা বসানো হতে পারে। এই ক্যামেরায় নজর রাখবে একদিকে জেলা প্রশাসন ও অন্যদিকে, জেলা পুলিশ। সর্বক্ষণ চলবে নজরদারি। ইতিমধ্যে রাজ্যের ফরেনসিক টিম ঘটনাস্থল ঘুরে গিয়েছেন। তারা নমুনা সংগ্রহ করেছে। তবে হাইকোর্ট বুধবারই নির্দেশ দিয়েছে, কেন্দ্র ও রাজ্যের ফরেনসিক টিম একযোগে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবে। ডিজি, আইজিপি, পূর্ব বর্ধমান জেলা জজের পরামর্শে ওখানকার গ্রামবাসী, প্রত্যক্ষদর্শী ও স্বজনহারাদের নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরের মধ্যে সিটকে বগটুই কান্ডের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজই রিপোর্ট জমা দেবে সিট। আজই বগটুই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

ইতিমধ্যেই বগটুই কান্ডে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার থেকে এই ঘটনার নেপথ্যে উঠে আসছে আরও বিস্ফোরক তথ্য। ‘অভিশপ্ত’ সেই বাড়ির জীবিত সদস্যরা বলছেন, আগে গ্রিল কেটে মেয়েদের ঘর থেকে বার করে এনে কোপানো হয়েছিল। তারপর ঘরে ঢুকিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ঘরে ছিল শিশুরাও। স্বজনহারাদের অভিযোগ, দমকলকে গ্রামে ঢুকতে বাধা দেওয়া হয় প্রথমে। দীর্ঘক্ষণ গ্রামে ঢুকতেই পারেনি দমকল। এক্ষেত্রে প্রশ্ন, দমকলকে কারা আটকেছিল? প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশের সামনেই ভাদু বাহিনী তাণ্ডব চালিয়েছে। কেন দর্শক পুলিশ? সে প্রশ্নও থাকছে।

আরও পড়ুন: Bagtui Massacre: ‘ভাদু নেই কে বাঁচাবে ?’, ব্যাগ গুছিয়ে অন্যত্র রওনা তাঁর বৌদির

আরও পড়ুন: Suvendu Adhikari: ‘মুখটা আগে ব্লিচিং, ফিনাইল দিয়ে পরিষ্কার করুন’, মমতার ‘ল্যাংচাতে ল্যাংচাতে’ মন্তব্যের কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর

 

Next Article