ভয়ঙ্কর কাণ্ড! শিশু পাচারের অভিযোগে গ্রেফতার স্কুলের প্রিন্সিপ্যাল, ‘ধৃতের সঙ্গে একই মঞ্চে বাঁকুড়ার বিজেপি সাংসদ’

Bankura: রাজস্থানের বাসিন্দা কেকে রাজোরিয়া। গত চার বছর ধরে তিনি বাঁকুড়ার জওহর নবোদয় বিদ্যালয়ের দায়িত্বে রয়েছেন।

ভয়ঙ্কর কাণ্ড! শিশু পাচারের অভিযোগে গ্রেফতার স্কুলের প্রিন্সিপ্যাল, ধৃতের সঙ্গে একই মঞ্চে বাঁকুড়ার বিজেপি সাংসদ
এই ছবিটি টুইট করেছেন মন্ত্রী শশী পাঁজা।

| Edited By: সায়নী জোয়ারদার

Jul 19, 2021 | 3:16 PM

বাঁকুড়া: শিশু পাচারের মতো বিস্ফোরক অভিযোগ উঠল স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে। এই ঘটনায় গ্রেফতারও করা হয়েছে বাঁকুড়ার জওহর নবোদয় বিদ্যালয়ের প্রিন্সিপাল কেকে রাজোরিয়া-সহ পাঁচজনকে। ধৃতদের মধ্যে একজন স্কুল কর্মীও রয়েছেন। সোমবার অভিযুক্তদের আদালতে তোলা হয়।

রাজস্থানের বাসিন্দা কেকে রাজোরিয়া। গত চার বছর ধরে তিনি বাঁকুড়ার জওহর নবোদয় বিদ্যালয়ের দায়িত্বে রয়েছেন। রবিবার তাঁর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনেন স্থানীয় ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সন্দীপ বাউরি। তিনি বলেন, “স্কুলের পাশেই আমাদের দলীয় কার্যালয়। এদিন আমাদের কর্মীরা দেখেন চার শিশুকে জোর করে ৬০ (এ) জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি মারুতি ভ্যানে তোলা হচ্ছে। সেই সময় সেখানে দাঁড়িয়ে রয়েছেন ওই স্কুলের প্রিন্সিপ্যাল। তাতে আমাদের ছেলেদের সন্দেহ হয়। এরপরই ওরা ছুটে যায়। কিন্তু ওই প্রিন্সিপ্যাল তখন সেখান থেকে পালিয়ে যান। তাতে আরও সন্দেহ বাড়ে।”

অভিযোগ, এরপরই দেখা যায় ওই গাড়ির ভিতরে চার শিশুকে তোলা হয়েছে। তৃণমূলের লোকজন চার শিশুকেই উদ্ধার করে। খবর দেওয়া হয় থানায়। এরপরই পুলিশের তৎপরতায় গ্রেফতার হন প্রিন্সিপ্যাল, স্কুলের এক কর্মী-সহ পাঁচজন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিবেক ভার্মা বলেন, “দুই শিশু কন্যাকে বেআইনি ভাবে নিজের কাছে রেখে দেওয়া-সহ একাধিক বেআইনি কাজকর্মে যুক্ত থাকার অভিযোগ রয়েছে এই ব্যক্তির বিরুদ্ধে। তদন্তও চলছে।” জানা গিয়েছে, বেশ কিছু প্রমাণও হাতে এসেছে তদন্তকারীদের।

বাঁকুড়া-১ ব্লকের কালাপাথর এলাকায় রয়েছে জওহর নবোদয় বিদ্যালয়। নিয়মিত প্রচুর শিশু এই স্কুলে পড়তে যায়। স্বাভাবিক ভাবেই প্রিন্সিপালের নামে এমন অভিযোগ সামনে আসায় ভয়ঙ্কর আলোড়ন তৈরি হয়েছে। ক্ষোভে ফুটছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতরও শুরু হয়েছে। কারণ, ধৃত প্রিন্সিপ্যালের সঙ্গে বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারের একটি ছবি পোস্ট করে বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। জানা গিয়েছে, এই স্কুলটি কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত আবাসিক স্কুল। নিখরচায় পড়ুয়ারা এখানে থেকে পড়াশোনা করার সুযোগ পায়।

এ প্রসঙ্গে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী বলেন, “এমনিতেই এ ঘটনা গুরুতর অপরাধ। তার উপর প্রিন্সিপ্যাল নিজে যুক্ত! আমার সঙ্গে ইতিমধ্যেই জেলাশাসকের কথাও হয়েছে। জেলা পুলিশ গ্রেফতার করেছে। বাচ্চাদের একটা হোমে রাখা হয়েছে। সমস্ত ব্যবস্থাই ওরা করছে। আমরাও নজর রাখছি।” আরও পড়ুন: আচমকা পাড়ায় ঢুকে পড়ল ৬০-৭০ জন যুবক, ঘরে ঢুকে মারধর-ভাঙচুর! মাথা ফাটল মহিলার