বীরভূম: আগ্নেয়াস্ত্র-সহ যুবক গ্রেফতার। গোপন সূত্রে খবর পেয়ে, অভিযান চালিয়ে দুটি অত্যাধুনিক পিস্তল, দুটি ম্যাগাজিন-সহ ১৯ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে এক যুবককে। ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) মহম্মদবাজার থানার মালাগাঙ গ্রামে । ধৃত যুবকের নাম উজ্জ্বল বাগদি।
বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ গোপন সূত্রে অস্ত্র মজুতের খবর পায় মহম্মদবাজার থানার পুলিশ। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। সেসময় উজ্জ্বল বাগদি একটি ব্যাগ নিয়ে যাচ্ছিল। তাকে দাঁড় করিয়ে প্রথমে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কথায় অসঙ্গতি থাকায় ব্যাগে তল্লাশি চালানো হয়।
তার কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল ও ৬ টি গুলি, একটি অত্যাধুনিক সেভেন এমএম পিস্তল ও ১৩ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। তবে সে কোন উদ্দেশে এত আগ্নেয়াস্ত্র নিয়ে কোথায় যাচ্ছিল, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। এই যুবক বড় কোনও চক্রের সঙ্গেই জড়িত বলে মনে করছে পুলিশ।