নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় বোলপুরের যুবককে ফাঁসির সাজা

এক যুবককে ফাঁসির সাজা শোনাল বোলপুর (Bolpur) আদালত।

নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় বোলপুরের যুবককে ফাঁসির সাজা
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: Mar 05, 2021 | 6:40 PM

বীরভূম: নাবালিকাকে ধর্ষণ (Rape) করে খুনের (Murder) অভিযোগে এক যুবককে ফাঁসির সাজা শোনাল বোলপুর (Bolpur) আদালত। সাজাপ্রাপ্তের নাম আলাগড় চোধুরী।

২০১৮ সালে ধর্ষণ করে এক নাবালিকাকে খুন করে আসগর চৌধুরী। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালের এপ্রিল মাসে লাভপুর এলাকার এক নাবালিকা স্থানীয় একটি হাসপাতালে যাচ্ছিল। সে সময় তাকে ভুল বুঝিয়ে হাসপাতালের এক পরিত্যক্ত আবাসনের নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই গ্রামেরই বাসিন্দা আসগর। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হাসপাতালেই ওই নাবালিকার মৃত্যু হয়।

আরও পড়ুন: তৃণমূলে আমার প্রয়োজন ফুরোল, টিকিট না পেয়ে অশ্রুসজল আরাবুল

নির্যাতিতার বাবা আসগর-সহ তার বাবা মায়ের বিরুদ্ধে লাভপুর থানায় নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্ত আজগর ও তার বাবা-মাকে গ্রেফতার করে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা -সহ পক্সো আইনে মামলা রুজু করা হয়। অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক সুজয় সেনগুপ্ত বোলপুর আদালতে অভিযুক্ত আসগর চৌধুরীকে দোষী সাব্যস্ত করেন। তাকে ফাঁসির সাজা শোনান হয়।