‘মা তারা মানুষকে যেতে না করে দিয়েছে, তাই নাড্ডার সভায় ভিড় হয়নি’

তাছাড়া পরিবর্তন যাত্রার ম্যাপ বলছে, যে যে এলাকা দিয়ে রথ যাবে, তাতে দুই সম্প্রদায়ের সহবস্থান। পাশাপাশি এটি কেষ্টর গড়ও বটে। মমতার এক নীষ্ঠ কর্মীকে প্রত্যক্ষ বার্তা দিতেই বিজেপির এই কর্মসূচি।

'মা তারা মানুষকে যেতে না করে দিয়েছে, তাই নাড্ডার সভায় ভিড় হয়নি'
তারাপীঠে পুজো দিচ্ছেন জেপি নাড্ডা
Follow Us:
| Updated on: Feb 09, 2021 | 5:54 PM

বীরভূম: কেষ্টর গড়ে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। বীরভূম, ঝাড়গ্রামে ঘোরে রথের চাকা। আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কিন্তু নাড্ডার সভায় জমায়েত নিয়ে পাল্টা কটাক্ষ করলেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। যা ফের হল ‘ট্রেন্ডিং’। কেষ্ট বললেন, “মা তারা ইচ্ছায় আজ লোকই হয়নি নাড্ডার সভায়।”

বীরভূমের ১১ টি বিধানসভার ৩২৮ কিলোমিটার পথ পরিক্রম করবে বিজেপির রথ। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে এই পরিবর্তন যাত্রার দ্বিতীয় পর্যায়ের সূচনা বীরভূম থেকে করার গুরুত্বপূর্ণ রাজনৈতিক কারণ রয়েছে। যেখান থেকে শুরু হল রথযাত্রা, সেটি হাসান বিধানসভা কেন্দ্রের। এখানকার বেশিরভাগ বাসিন্দা সংখ্যালঘু। তাছাড়া পরিবর্তন যাত্রার ম্যাপ বলছে, যে যে এলাকা দিয়ে রথ যাবে, তাতে দুই সম্প্রদায়ের সহবস্থান। পাশাপাশি এটি কেষ্টর গড়ও বটে। মমতার এক নীষ্ঠ কর্মীকে প্রত্যক্ষ বার্তা দিতেই বিজেপির এই কর্মসূচি।

আরও পড়ুন: ‘বাংলার সংস্কৃতি তো আপনার ভাইপোই ডুবিয়ে দিচ্ছে’, কুকথা নিয়ে মমতাকে খোঁচা নাড্ডার

তবে পরিবর্তন যাত্রার সূচনার আগেই অর্থাৎ নাড্ডার চিলার মাঠে সভা দেখেই নিজের প্রতিক্রিয়া দিয়ে দিয়েছেন অনুব্রত মণ্ডল। বললেন, “মা তারা চাই নি। মা তারা মানুষকে বলে দিয়েছে না যেতে। তাই আজ লোক হয় নি।” তাঁর আরও মন্তব্য, “আজ রাতে জে পি নাড্ডা ফিরে যাওয়ার সময় কৈলাশ বিজয়বর্গীয়কে গালি দিতে দিতে ফিরে যাবেন।”