AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Birbhum: তৃণমূলের ভুল ঠিক বোঝাতে লোকসভার আগে দুয়ারে বিজেপি!

Birbhum: অন্যদিকে এই লিফলেট নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়। তিনি জানিয়েছেন, ওই লিফলেটে এইসব প্রসঙ্গ থাকা দরকার, ১৫ লক্ষ টাকা কোথায় গেল? ২ কোটি চাকরি কোথায় গেল?

Birbhum: তৃণমূলের ভুল ঠিক বোঝাতে লোকসভার আগে দুয়ারে বিজেপি!
বিজেপির বিশেষ পদক্ষেপImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 08, 2024 | 2:37 PM
Share

বীরভূম: তৃণমূলের ভুল ঠিকের তফাৎ বোঝাতে বিজেপির তরফ থেকে লোকসভা নির্বাচনের আগে লিফলেট ছাপিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হল বীরভূমে। সেই পরিকল্পনা অনুযায়ী কেন্দ্র সরকারের যে সকল উন্নয়নমূলক প্রকল্প রয়েছে সেগুলিকে লিফলেটে ছাপিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য বীরভূম জেলা বিজেপির তরফ থেকে পদক্ষেপ গ্রহণ করা হল। এর পাশাপাশি বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গের ভাওতা উন্নয়ন আর কেন্দ্রের আসল উন্নয়নের পার্থক্য সাধারণ মানুষেরা এই লিফলেট থেকেই টের পেয়ে যাবেন। বিজেপি যুব মোর্চার কর্মীরা এই লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ শুরু করবে বলে জানানো হয়েছে বীরভূম জেলা বিজেপির তরফ থেকে।

অন্যদিকে এই লিফলেট নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়। তিনি জানিয়েছেন, ওই লিফলেটে এইসব প্রসঙ্গ থাকা দরকার, ১৫ লক্ষ টাকা কোথায় গেল? ২ কোটি চাকরি কোথায় গেল? বিদেশ থেকে টাকা কেন এল না? নোটবন্দি করে কি লাভ হয়েছিল এইসব বিষয়গুলিও যেন ওই লিফলেটে জুড়ে দেওয়া হয়।

বীরভূম জেলার বিজেপির সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াইয়ের বক্তব্য, “বাংলার উন্নয়ন করতে বিজেপি অঙ্গীকারবদ্ধ। কী কী উন্নয়ন করতে চায় বিজেপি, সেগুলিই লিফলেটের মাধ্যমে তুলে ধরা হয়েছে। মোদীজীর সব প্রকল্প এখানে তুলে ধরা হয়েছে।”

সাংসদ শতাব্দী রায়ের বক্তব্য, “ব্যালট বক্স কথা বলবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদরাই জিতে দেখবেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ই একে রয়েছেন।”