Birbhum: গণনার আগে দুবরাজপুর থেকেও উদ্ধার তাজা বোমা
Birbhum: জানা গিয়েছে, মামুদপুর যাওয়ার রাস্তার মাঝে অবস্থিত এক কালভার্ট রয়েছে। তার ঠিক নিচ থেকেই তাজা বোমাগুলি উদ্ধার হয়েছে। সঙ্গে মিলেছে বোমের সামগ্রীও। ঘটনাস্থলে পৌঁছেছে দুবরাজপুর থানার পুলিশ।বিষয়টি নিয়ে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে।

দুবরাজপুর: লোকসভা নির্বাচনের সময় হোক বা পরে মুর্শিদাবাদ ও বীরভূম থেকে বিভিন্ন সময়ে বোমা উদ্ধারের ঘটনা ঘটে। আর এবার নির্বাচনের আগে আবারও উদ্ধার হল বোমা। বীরভূমের দুবরাজপুর থানার যশপুর গ্রাম পঞ্চায়েতের পছিয়াড়া এলাকার ঘটনা।
জানা গিয়েছে, মামুদপুর যাওয়ার রাস্তার মাঝে অবস্থিত এক কালভার্ট রয়েছে। তার ঠিক নিচ থেকেই তাজা বোমাগুলি উদ্ধার হয়েছে। সঙ্গে মিলেছে বোমের সামগ্রীও। ঘটনাস্থলে পৌঁছেছে দুবরাজপুর থানার পুলিশ।বিষয়টি নিয়ে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। কোথা থেকে কারা কীসের জন্য এই বোমা রেখে গেলে তা জানার চেষ্টা চালাচ্ছে দুবরাজপুর থানার পুলিশ।
উল্লেখ্য, শুধু বীরভূম নয়, এর পাশাপাশি আজ সকালে বোমা উদ্ধার হয়েছে মুর্শিদাবাদ থেকেও। এ দিন মুর্শিদাবাদের রানিনগর থানার মালিবাড়ি ১ নম্বর অঞ্চলের চুয়াপাড়া এলাকার রাস্তার পাশের একটি পাটের জমিতে প্লাস্টিকের জার রাখা ছিল। একই সঙ্গে পাশে রাখা ছিল একটি বস্তাও। সেই বস্তার ভিতরে প্রচুর পরিমাণে তাজা সকেট বোমা উদ্ধার হয়েছে। যার জেরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।





