Birbhum Crime News: ‘দাদা ছেড়ে দে না…’ কথাটা বলার পরই ভাইয়ের বুক চিরে দিল দাদা, সাক্ষী থাকলেন বাবা
Birbhum Crime News: সোয়েটারের ওপর দিয়েই বুকের বাঁ পাশ থেকে চিরে দেওয়া হয়েছে। নিজের ভাইকেই অত্যন্ত ভয়ানকভাবে খুন করার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে।
বীরভূম: ঘরের বাইরে চাপ চাপ রক্ত। শুকিয়ে জমাট বেঁধেছে। চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পেয়েছিলেন। ভাইয়ের কাঁপা গলা কানে এসেছিল তাঁদের। ‘দাদা ছেড়ে দে…’ যতক্ষণে চিৎকার শুনে বাড়ির সদস্যরা এগিয়েছিলেন, ততক্ষণে হাঁসুয়া দিয়ে ভাইয়ের বুক চিরে দিয়েছেন দাদা। সোয়েটারের ওপর দিয়েই বুকের বাঁ পাশ থেকে চিরে দেওয়া হয়েছে। নিজের ভাইকেই অত্যন্ত ভয়ানকভাবে খুন করার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। ভয়ঙ্কর ঘটনা বীরভূমের মুরারইয়ের দরগাতলা এলাকায়। নিহতের নাম আবসার আলি।
গ্রামবাসীরা জানাচ্ছেন, কয়েক মাস আগে পাশের গ্রামের একটি মেয়ের সঙ্গে বিয়ে হয় আবসার আলির দাদা আব্বাসের। কিন্তু বিয়ের পর বেশিদিন শ্বশুরবাড়িতে সংসার করেননি তিনি। বাপেরবাড়ি চলে যান। স্বামীর ওপর চাপ বাড়াতে থাকেন সম্পত্তি ভাগ করে দেওয়ার জন্য, নিজেদেরটা বুঝে নেওয়া জন্য। পরিবারের কাছেও সেই বিষয়টা অজ্ঞাত ছিল না। ক্যামেরার সামনে তেমনটাই জানিয়েছেন তাঁরা। স্ত্রীর কথামতো এরপর থেকে বাড়ির ওপর চাপ বাড়াতে থাকেন আব্বাস। বাবাকে আব্বাস চাপ দিতে থাকেন, সম্পত্তি ভাগ করে দেওয়ার জন্য।
আব্বাসের ভাই আবসার এখনও বিয়ে করেননি। তার আগে থেকেই সংসার ভাগ করার জন্য আব্বাস চাপ দিচ্ছিলেন। এই নিয়ে ভাইয়ে ভাইয়ে বিবাদ ছিলই। সেকথা প্রতিবেশীরাও জানতেন। মাঝেমধ্যে প্রতিবেশীরা সেই ঝামেলায় মধ্যস্থতা করতেন। কখনও আবার একান্ত পারিবারিক বিবাদ ভেবে তাতে বিশেষ আমল দিতেন না। সোমবার সন্ধ্যাতেও প্রচণ্ড চিৎকার শুনতে পেয়েছিলেন প্রতিবেশীরা।
প্রথমে খোঁজ নিয়ে জানতে পারে, বাবার সঙ্গে দুই ভাই বৈঠকে বসেছিলেন। সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে। প্রতিবেশীরা মনে করেছিলেন, সম্পত্তির ভাগ নিয়েই বোধহয় সেই অশান্তি। তাই আর উৎসাহ দেখাননি তাঁরা। এক প্রতিবেশীরা জানাচ্ছেন, আচমকাই তাঁরা শুনতে পান ছোট ভাইয়ের আর্তনাদ। ‘দাদা ছেড়ে দে’। এক মহিলার কথায়, “আমরা সেটা শুনেই দৌড়ে গিয়েছিলাম। ততক্ষণে ওকে কুপিয়ে দিয়েছে। বাবার সামনে বড় ছেলেটা ভাইকে কুপিয়ে দিয়েছে।” চোখের সামনে কাতরাতে কাতরাতে শেষ হয়ে যান আবসার।
অভিযোগ, ঝামেলার মধ্যে ধারাল অস্ত্র নিয়ে এসে ভাইয়ের বুকে চালিয়ে দেন আব্বাস। ঘটনার পর থেকে পলাতক তিনি। আর ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ বৃদ্ধ বাবা। কথার বলার মতো পরিস্থিতিতে নেই তিনি। পুলিশ অভিযুক্ত আব্বাসের খোঁজে তল্লাশি শুরু করেছে। গোটা গ্রাম থমথমে।
আরও পড়ুন: Suvendu Adhikari: গায়ে হাত তুলেছে পুলিশ! শুভেন্দু বললেন, ‘আমার একটাই অপরাধ…’