বীরভূম: বঙ্গে আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (J P Nadda)। লক্ষ্য পরিবর্তন যাত্রার সূচনা। তার আগে শক্তিপীঠ তারাপীঠে পুজো দিলেন তিনি। সঙ্গে ছিলেন বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তারাপীঠে পুজো দিয়েই চিলার মাঠে জনসভা রয়েছে নাড্ডার। সেখান থেকেই পরিবর্তন যাত্রার চাকা গড়াবে। বীরভূমের ১১টি বিধানসভাজুড়ে পরিক্রমা করবে বিজেপির রথ। পাড়ি দেবে ৩২৮ কিলোমিটার পথ। অনুব্রত গড়ে বিজেপির এই কর্মসূচি যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও তৃণমূলের কটাক্ষ, এটি রাজনৈতিক কর্মসূচি।
পরিবর্তন যাত্রার সূচনার আগে জনসভায় শাসক শিবিরের বিরুদ্ধে সুর চড়ান নাড্ডা। তারাপীঠের সভায় তাঁর নয়া সংযোজন ‘হিউম্যান ট্রাফিকিং’। তাঁর কথায়, ‘বাংলায় সবচেয়ে বেশি মানব পাচার হয়।’ দিলেন পরিসংখ্যান।
প্রারম্ভিক ভাষণে পুরনো ইস্যুগুলি তুলে ধরলেও এ দিন আচমকাই মানব পাচার ইস্যুতে বাংলাকে বিঁধলেন জেপি নাড্ডা। তিনি বলেন, “বাংলায় সবচেয়ে বেশি মানব পাচার হয়।” এমনকি তাঁর দাবি, বাংলার মেয়েরাই সবচেয়ে বেশি গার্হস্থ্য হিংসার শিকার। দেশের মধ্যে ৩০ শতাংশ গার্হস্থ্য হিংসা বেড়েছে বাংলায়। অপরাধ এখন বাংলাতেই সবচেয়ে বেশি। এ প্রসঙ্গে পার্ক স্ট্রিট গণধর্ষণকাণ্ডের কথা তুলে ধরেন তিনি।
আরও পড়ুন: মানব পাচারে প্রথম বাংলা, গার্হস্থ্য হিংসাও বেশি মমতার রাজ্যেই, শাণিত আক্রমণ নাড্ডার
সভা সেরে পরিবর্তন যাত্রার সূচনা করেন তিনি। তাঁকে স্বাগত জানাতে রাস্তার দু’ধারে অসংখ্য মানুষের ভিড়।