Anubrata Mondal: ‘কী বলছ! ১ লাখ ৩০ হাজারে এক ভরি সোনা!’ চোখ কপালে উঠল অনুব্রতর

Gold Price: কিছুদিন আগেই মহাসমারোহে বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে হয়ে গিয়েছে কালীপুজো। পুজোর সময় মানুষের ব্যাপক ঢলও নামে। সোনার সাজে সেজে ওঠে কালী প্রতিমা। সূত্রের খবর, শুধু এবারই গায়ে উঠেছিল প্রায় ৬০০ ভরি সোনা।

Anubrata Mondal: ‘কী বলছ! ১ লাখ ৩০ হাজারে এক ভরি সোনা!’ চোখ কপালে উঠল অনুব্রতর
ঠিক কী বললেন অনুব্রত? Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Oct 24, 2025 | 5:33 PM

বোলপুর: বিগত কয়েক মাস ধরেই মধ্যবিত্তের সবথেকে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সোনার দাম। দিন যত গড়িয়েছে ততই আরও দামী হয়েছে সোনা। লাখের গণ্ডি ছাড়িয়েছে সেই কবেই। তবে সোনার লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি চিন্তা বাড়িয়েছে রাজনৈতিক নেতাদেরও। কালীপুজোর আবহে সেই উদ্বেগের সুর ধরা পড়ল বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গলাতেও। সোনার দাম যে ১ লক্ষ ২৫ থেকে ৩০ হাজারের গণ্ডি ছুঁয়ে ফেলছে তা শুনে রীতিমতো হতবাক হয়ে গেলেন। 

কিছুদিন আগেই মহাসমারোহে বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে হয়ে গিয়েছে কালীপুজো। আর এই পুুজো বহু দিন থেকেই কার্যত কেষ্টর পুজো বলেই গোটা জেলায় পরিচিত। পুজোর সময় মানুষের ব্যাপক ঢলও নামে। সোনার সাজে সেজে ওঠে কালী প্রতিমা। সূত্রের খবর, শুধু এবারই গায়ে উঠেছিল প্রায় ৬০০ ভরি সোনা। পুজোর আবহেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অনুব্রত। দীর্ঘদিন থেকে চলা এই পুজো নিয়ে স্মৃতিচারণা করতে দেখা যায়। বলেন, “১২ বছর বয়স থেকে আমি কালী মায়ের ভক্ত। এই পুজোটার বয়সও হয়ে গিয়েছে প্রায় ৪৬ বছর। পার্টি ছেলেরাই প্রতিমা নিয়ে আসে। মায়ের কাছে আমি সবার ভাল চেয়েছি।”

এরপরই কালীর সাজ নিয়ে বলতে গিয়ে অনুব্রত বলেন, “মা কোনওদিন টিনের গয়না পরেছে কিনা আমার জানা নেই। মা তো নিজের গয়না নিজেই তৈরি করে নেন। প্রতি বছরই যাঁদের মানত থাকে তাঁরা মাকে গয়না দেন। এবার কম করে ১০ থেকে ১২ ভরি। সোনার দাম এখন তো অনেক। প্রায় ১ লক্ষ ২০ হাজার।” তাঁর এ কথার পরেই অনেক সাংবাদিকই বলেন, দাম আরও বেড়েছে, ১ লাখ ২৫ থেকে ৩০ হাজারেও পৌঁছে গিয়েছে। যা শুনে রীতিমতো হতবাক হয়ে যান অনুব্রত। নিজেই বলেন, “কী বলছ! ১ লাখ ৩০ হাজারে এক ভরি সোনা!” যা নিয়ে বেশ কিছুক্ষণের জন্য চাপানউতোরও দেখা যায় ওই সাংবাদিক বৈঠকে। এদিকে উৎসবের মরসুম একটু ফিকে হতেই বেশ কিছুটা কমেছে সোনার দাম। বর্তমানে ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ২৫ হাজার ৭০ টাকায়।