বিতর্ক এড়াতে সমাবর্তন অনুষ্ঠানে আগেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ বিশ্বভারতীর!

Feb 15, 2021 | 5:24 PM

আগামী ১৯ শে ফেব্রুয়ারি বিশ্বভারতীতে অনুষ্ঠিত হতে চলেছে সমাবর্তন অনুষ্ঠান।

বিতর্ক এড়াতে সমাবর্তন অনুষ্ঠানে আগেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ বিশ্বভারতীর!
ফাইল ছবি

Follow Us

বোলপুর: আগেরবার কম জলঘোলা হয়নি। তাই বিতর্ক এড়াতে এবার আগেভাগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালো বিশ্বভারতী কর্তৃপক্ষ। সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রবিবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলে বিশ্বভারতী (Viswa Bharati) সূত্রের খবর।

আগামী ১৯ শে ফেব্রুয়ারি বিশ্বভারতীতে অনুষ্ঠিত হতে চলেছে সমাবর্তন অনুষ্ঠান। সূত্রের খবর, এই অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যোগদান করতে পারেন রাজ্যপাল ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। এক্ষেত্রে আগেরবার ঘটনার পুনরাবৃত্তি এড়াতে অত্যন্ত তৎপর বিশ্বভারতী।

উল্লেখ্য, আগের বিশ্বভারতীর শতবর্ষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রন জানানো নিয়ে একাধিক বিতর্ক দানা বাঁধে। সেদিনও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি প্রশ্ন তোলে। বিজেপি অবশ্য দাবি করতে থাকে, আমন্ত্রণ জানানোর পরও মুখ্যমন্ত্রী আসেননি। সেক্ষেত্রে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর লেখা একটি চিঠি প্রকাশ করে তারা।

বিশ্বভারতীতে প্রধানমন্ত্রী ভার্চুয়াল বক্তৃতার পরই তৃণমূলের হয়ে ময়দানে নামে ব্রাত্য বসু। প্রধানমন্ত্রীর একাধিক সমালোচনার পর তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রীকে কোনও আমন্ত্রণ জানানোই হয়নি। তিনি প্রশ্ন তোলেন, “উপাচার্য নিজেই সই করে নিজের কাছে ওই চিঠি রেখে দিয়েছিলেন নাকি?” পরে এবিষয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন: ‘সুজন চক্রবর্তীকে ফোন করে বলেছি…’, মমতা মুখ খুললেন মইদুলের মৃত্যুতে

নবান্নে সাংবাদিক বৈঠক চলাকালীন এ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘‘আমি কোনও আমন্ত্রণ পাইনি। না পেয়েছি চিঠি, না পেয়েছি ফোন।’’ তবে নবান্নের তরফে এখনও এ চিঠির বিষয়ে কিছু জানা যায়নি।

Next Article