Bolpur: নেশামুক্তি কেন্দ্রে যুবককে পিটিয়ে মারার অভিযোগ

Bolpur: নিহত বিক্রমের পরিবারের অভিযোগ, তাঁদের পরিবারের সন্তানকে নেশা ছাড়াতে নেশা মুক্তি কেন্দ্রে ভর্তি করা হয়। একমাস হয়ে গেল। এর মাঝে ছেলেকে দেখতে এলে দেখা করতে দিত না।

Bolpur: নেশামুক্তি কেন্দ্রে যুবককে পিটিয়ে মারার অভিযোগ
যুবককে পিটিয়ে মারার অভিযোগImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 05, 2024 | 3:07 PM

বোলপুর: এক যুবককে চিকিৎসারত অবস্থায় পিটিয়ে খুনের অভিযোগ। চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের বোলপুরে একটি নেশা মুক্তি কেন্দ্রে। খুনের প্রতিবাদে পরিবারের সদস্যরা ওই নেশামুক্তি কেন্দ্রে ভাঙচুর চালায়। ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ। এলাকায় ব্যাপক উত্তেজনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস খানেক আগে বীরভূমের ইলামবাজার থানার নাচনসা গ্রামের ছাব্বিশ বছরের যুবক বিক্রম হাজরা বোলপুরের রবীন্দ্রবিথি বাইপাসে একটি নেশা মুক্তি কেন্দ্রে ভর্তি হয়। বৃহস্পতিবার সকালে নেশা মুক্তি কেন্দ্র থেকে বিক্রমের পরিবারকে জানানো হয় বিক্রম অসুস্থ, হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিক্রমের পরিবার বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে খবর পায় মৃত্যু হয়েছে বিক্রমের।

নিহত বিক্রমের পরিবারের অভিযোগ, তাঁদের পরিবারের সন্তানকে নেশা ছাড়াতে নেশা মুক্তি কেন্দ্রে ভর্তি করা হয়। একমাস হয়ে গেল। এর মাঝে ছেলেকে দেখতে এলে দেখা করতে দিত না। তাঁকে বেধড়ক মারধর করে পিটিয়ে খুন করা হয়েছে। শরীরের বিভিন্ন অংশে ক্ষতচিহ্ন রয়েছে।

পুলিশ ইতিমধ্যেই নিহত বিক্রমের দেহ ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পুরো ঘটনায় তদন্তে পুলিশ।