Bolpur: অনুব্রত দিয়েছিলেন গালি, সেই বোলপুরের IC-রই ফোন বাজেয়াপ্ত, যাচ্ছে ফরেনসিক পরীক্ষায়
Bolpur: জেলা প্রশাসন সূত্রে খবর, ২৭ তারিখ বোলপুরের আইসি লিটন হালদারকে ফোন করে হুমকি দেন। ২৯ তারিখ হুমকি মতো থানা ঘেরাও করেন তৃণমূল কর্মীরা, নাগরিক সমাজের ব্যানারে। প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলররা কর্মী-সমর্থকদের এনে থানা ঘেরাও করেন বলে অভিযোগ।

বীরভূম: বোলপুরের আইসি লিটন হালদারকে কদর্য ভাষায় গালিগালাজ। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের। তবুও গ্রেফতার হননি অনুব্রত। থানাতেও হাজিরা দেননি। কেন অনুব্রত গ্রেফতার নন, তাতে পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। এদিকে আবার বোলপুর থানার আইসি লিটন হালদারেরই ফোন বাজেয়াপ্ত করা হল। অর্থাৎ যিনি হুমকি দিলেন, তাঁর ফোন বাজেয়াপ্ত হল না। বাজেয়াপ্ত হল যিনি হুমকির শিকার, তিনিই।
জেলা প্রশাসন সূত্রে খবর, ২৭ তারিখ বোলপুরের আইসি লিটন হালদারকে ফোন করে হুমকি দেন। ২৯ তারিখ হুমকি মতো থানা ঘেরাও করেন তৃণমূল কর্মীরা, নাগরিক সমাজের ব্যানারে। প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলররা কর্মী-সমর্থকদের এনে থানা ঘেরাও করেন বলে অভিযোগ। যখন থানার বাইরে বিক্ষোভ চলছিল, তখনই ভাইরাল হয়ে যায় অনুব্রত মণ্ডলের হুমকির অডিয়ো। তারপরই তড়িঘড়ি পুলিশ বৈঠকে বসে। পুলিশের মধ্যে আলোচনা হয়, তৃণমূল নেতাদের কাছে খবর পৌঁছয়। পরেরদিন সকালে এসপি জানান, তাঁরা এফআইআর দায়ের করছেন। এরপরই বোলপুর থানার আইসি-র ফোন বাজেয়াপ্ত করা হয়, একেবারেই নিয়ম অনুযায়ী। কারণ সেই কল রেকর্ড ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।
তবে এখনও পর্যন্ত অনুব্রতর বিরুদ্ধে কেন কোনও পদক্ষেপ করা হল না, তা নিয়েও উঠছে প্রশ্ন।

