CM Mamata Banerjee: ইলামবাজারে মমতা, একই মঞ্চে অনুব্রত-কাজল! উদ্বোধন-শিলান্যাস হয়ে গেল ১ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের

CM Mamata Banerjee: এক হাজারের বেশি গুরুত্বপূর্ণ প্রকল্পের শুভ উদ্বোধন ও শিলান্যাস করা হল। মোট মূল্য ১,১৪২ কোটি টাকা। এরমধ্যে সেতু, রাস্তা, জল প্রকল্প থাকবে, বিদ্যালয় কক্ষ, কমিউনিটি হল থাকছে।

CM Mamata Banerjee: ইলামবাজারে মমতা, একই মঞ্চে অনুব্রত-কাজল! উদ্বোধন-শিলান্যাস হয়ে গেল ১ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের
বীরভূমে মমতা Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jul 29, 2025 | 1:45 PM

বীরভূমে রয়েছে মমতা। মঙ্গলবার করেছেন দুই বড় সভা। এবার মঙ্গলবারও করলেন বড় প্রশাসনিক সভা। উদ্বোধনের পাশাপাশি শিলান্যাস হয়ে গেল প্রায় ১,১৪২ কোটি টাকার প্রকল্পের। প্রশাসনিক সভা থেকেই মমতা বলেন… 

  1. এক হাজারের বেশি গুরুত্বপূর্ণ প্রকল্পের শুভ উদ্বোধন ও শিলান্যাস করা হল। মোট মূল্য ১,১৪২ কোটি টাকা। এরমধ্যে সেতু, রাস্তা, জল প্রকল্প থাকবে, বিদ্যালয় কক্ষ, কমিউনিটি হল থাকছে।  
  2. জয়দেব কেন্দুলির সঙ্গে পশ্চিম বর্ধমানের সঙ্গে যোগাযোগ স্থাপনকারী একটি বড় সেতুর উদ্বোধন হয়ে গেল। অজয় নদীর উপর হচ্ছে এই সেতু। এই সেতুর নাম জয়দেব সেতু করার প্রস্তাব দেন মমতা। বলেন, “আগে অজয় সেতু ছিল, এবার আরও এক নতুন সেতু। একটা নতুন পালক জুড়ল।” 
  3. মালদহে ৫টি সেতুর উদ্বোধন করা হল। নদী, খাঁড়ির উপর এগুলি তৈরি করা হয়েছে। মমতা বলেন, পুরনো সেতুগুলি চওড়া কম ছিল। গাড়ি যেতে পারত না। মানুষের অসুবিধা হত। তাই এগুলি নতুন করে করা হয়েছে। 
  4. ডেউচা পাচামিতে ৩০ হাজার কোটি টাকার কাজ হচ্ছ গ্লোবাল টেন্ডার ডাকা হয়েছে। 
  5. আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে ১০ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। তিনটে করে বুথ নিয়ে এক একটা আমাদের পাড়া আমাদের সমাধান হবে।
  6. ডেউচা পাচামিতে এক লক্ষ কর্মসংস্থান হবে চলে আসুন। ডেউচা পাচামিতে ৩০ হাজার কোটি টাকার কাজ হচ্ছ গ্লোবাল টেন্ডার ডাকা হয়েছে।