Higher Secondary Exam: উচ্চমাধ্যমিকের রেজাল্ট কবে? জানিয়ে দিলেন সংসদ সভাপতি
Higher Secondary Exam: এবার উচ্চমাধ্যমিকে প্রশ্নফাঁস থেকে টুকলি ঠেকাতে শুরু থেকেই কোমর বেঁধে ময়দানে নেমেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। স্কুলে স্কুলে এসেছে মেটাল ডিটেক্টর। একইসঙ্গে প্রশ্নপত্র বণ্টনের ক্ষেত্রেও এসেছে বদল।

সিউড়ি: চলছে উচ্চমাধ্যমিক। এরইমধ্যে ফল প্রকাশের সময় জানিয়ে দিলেন উচ্চমাধ্য়মিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। প্রসঙ্গত, এবার গোটা রাজ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার। গত বছর পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী। কিন্তু, এবার সংখ্যাটা এক ধাক্কায় অনেকটাই কমেছে। সংসদ বলছে, ২০২৩ সালে মাধ্যমিকে উত্তীর্ণের সংখ্য়া কম থাকার কারণে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্য়া কমেছে। এদিকে পরীক্ষা শুরু হতেই একাধিক জেলায় স্কুল পরিদর্শনে যাচ্ছেন সংসদ সভাপতি। ঘুরে দেখছেন যাবতীয় ব্যবস্থা। এদিন গিয়েছিলেন বীরভূমে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন।
মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার ৭ দিনের মধ্যেই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন এ কথা জানান সংসদ সভাপতি। এই বছর মাধ্যমিক শেষ হয়েছে ফেব্রুয়ারির শেষে। উচ্চমাধ্যমিক শুরু হয়েছে মার্চ মাসের তিন তারিখ থেকে। সূত্রের খবর, মাধ্যমিকের রেজাল্ট বের হতে পারে মার্চের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে।
প্রসঙ্গত, এবার উচ্চমাধ্যমিকে প্রশ্নফাঁস থেকে টুকলি ঠেকাতে শুরু থেকেই কোমর বেঁধে ময়দানে নেমেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। স্কুলে স্কুলে এসেছে মেটাল ডিটেক্টর। একইসঙ্গে প্রশ্নপত্র বণ্টনের ক্ষেত্রেও এসেছে বদল। আগে কোন স্কুলে কোন প্রশ্ন যাবে তা বাছাই হত থানায়, এবার ছাপাখানা থেকেই সেই কাজ হয়ে আসছে। একইসঙ্গে আগে প্রশ্নপত্রের সিল খোলা হত প্রধান শিক্ষকের ঘরে, এবার সরাসরি মুখবন্ধ খামে ক্লাসরুমে যাচ্ছে প্রশ্ন। খোলা হচ্ছে সেখানেই।
