VisvaBharati University: উপাচার্যের বিরুদ্ধে রাষ্ট্রপতিকে চিঠি, ৭ অধ্যাপককে শোকজ করল বিশ্বভারতী
Visva Bharati University: মঙ্গলবার শান্তিনিকেতন যাওয়ার কথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে পারেন তিনি।

বোলপুর: সংবাদ শিরোনামে ফের বিশ্বভারতী (VisvaBharati University)। সাত অধ্যাপককে শোকজের ঘটনায় ফের সরগরম বিশ্ববিদ্যালয় (university)। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে সরব হাওয়ার ঘটনায় সাত অধ্যাপককে শোকজ করেছে কর্তৃপক্ষ। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দেওয়ার পরই তাঁদের শোকজ করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার শান্তিনিকেতন যাওয়ার কথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে পারেন তিনি। এই প্রেক্ষিতে রাষ্ট্রপতিকে একটি চিঠি লিখেছিলেন ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশনের সদস্যরা। অভিযোগ, তার পরেই শোকজ করা হয় ৭ অধ্যাপককে। শোকজ হওয়া সাতজন অধ্যাপকের মধ্যে রয়েছেন সুদীপ্ত ভট্টাচার্য, তথাগত চৌধুরী, কৌশিক ভট্টাচার্য, অরিন্দম চক্রবর্তী, শরৎকুমার জেনা, সমীরণ সাহা ও রাজেশ কে ভি।
রাষ্ট্রপতিকে লেখা অধ্যাপকদের চিঠিতে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সমালোচনা করা হয়েছে। রয়েছে সম্প্রতি অমর্ত্য সেনের সঙ্গে বিশ্বভারতীর জমি-বিবাদের কথাও। এখানেই শেষ নয়, অভিযোগের সুরে চিঠিতে এও বলা হয়েছে, বিশ্বভারতীর একাধিক আর্থিক দুর্নীতির কথা। রয়েছে উপাচার্যের আমলে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের প্রায় ১৩০টি মামলার প্রসঙ্গ এবং প্রায় ৪০০ জন কর্মী-অধ্যাপক এবং পড়ুয়ার উপর শাস্তিমূলক পদক্ষেপের কথা। শুধু তাই নয় অধ্যাপক সংগঠন চিঠিতে দাবি করেছে, নিয়ম-কানুন ভেঙে কাজ করছেন বিশ্বভারতীর বর্তমান উপাচার্য। এরপরই ওই সাত শিক্ষককে শোকজ চিঠি ধরায় বিশ্বভারতী কর্তৃপক্ষ।
এই বিষয়ে ভিবিইউএফএ সংঠনের সভাপতি সুদীপ্ত ভট্টাচার্য জানালেন যে, যেহেতু তাঁরা সাতজন রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন। সেই কারণে প্রতিহিংসামূলক প্রতিক্রিয়া দেখিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। গতকাল দ্বিতীয়ার্ধে তাঁরা শোকজ চিঠি পেয়েছেন। ভিবিইউএফএ সংঠন একপ্রকার নিশ্চিত যে শোকজের কারণ শুধু রাষ্ট্রপতিকে লেখা চিঠি কারণ, বুদ্ধিজীবীদের সঙ্গে এই সাত শিক্ষক একমাস আগে উপাচার্যের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তারপর কোনও প্রতিক্রিয়া দেখায়নি কর্তৃপক্ষ। তবে রাষ্ট্রপতিকে লেখা ইমেলেরই পরই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের আগের দিন ধরানো হল শোকজ নোটিস।
