Mamata on Bengali: ১০ টাকার নোটেও বাংলায় লেখা ছিল, ছবি দেখালেন মমতা

Mamata on Bengali: ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থা এবং বাংলাভাষাকে অপমানের অভিযোগে আগেই সরব হয়েছে তৃণমূল। বিজেপিকে লাগাতার নিশানা করে চলেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে বুধবার ঝাড়গ্রামে তিন কিলোমিটার মিছিলেও হাঁটেন তিনি।

Mamata on Bengali: ১০ টাকার নোটেও বাংলায় লেখা ছিল, ছবি দেখালেন মমতা
পুরনো টাকার ছবি দেখালেন মমতাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 08, 2025 | 9:40 PM

বীরভূম: বাংলা ভাষা নিয়ে আরও একবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামে আদিবাসী দিবস উদ্ধোধন অনুষ্ঠানে গিয়ে মমতা বললেন, “বাংলা ভাষা বলে নাকি কিছু নেই। তাহলে রবীন্দ্রনাথ কী ভাষায় কথা বলতেন?” শুধু তাই নয়, একসময় ১০ টাকার নোটেও বাংলা লেখা ছিল বলে উল্লেখ করেন তিনি।

এদিন মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর মোবাইল ফোনটি গাড়ি থেকে এনে দিতে। এরপর ফোনে একটি ছবি বের করে তিনি দেখান সংবাদমাধ্যমে। একটি ১০ টাকার নোটের ছবি দেখান তিনি। সেটি ১৯১২ সালের নোট বলে দাবি করেন মমতা। তিনি বলেন, “১৯১২ সালে ১০ টাকার নোট বাংলায় লেখা ছিল। আজ হঠাৎ বলে দিচ্ছেন, বাংলা বলে কোনমও ভাষা নেই। ঐতিহ্যশালী ভাষা।”

মুখ‍্যমন্ত্রী এদিন আরও বলেন, “আমাদের বাঙালিরা স্বাধীনতা আন্দোলনে প্রাণ দিয়ে স্বাধীনতা আনেন। তখন তোমার দল কোথায় ছিল? দল তৈরি হয়েছিল?”

ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থা এবং বাংলাভাষাকে অপমানের অভিযোগে আগেই সরব হয়েছে তৃণমূল। বিজেপিকে লাগাতার নিশানা করে চলেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে বুধবার ঝাড়গ্রামে তিন কিলোমিটার মিছিলেও হাঁটেন তিনি।