বোলপুর: আবারও ধর্ষণের অভিযোগ বাংলায়। প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো দেখিয়ে নাবালিকাকে ব্ল্যাকমেইলের অভিযোগ। যৌন নির্যাতনের অভিযোগ চার যুবকের বিরুদ্ধে।
বীরভূমের বোলপুরের ঘটনা। শনিবার ঘটনাটি প্রকাশ্যে আসে। জানা গিয়েছে, গতকাল বোলপুর থানায় বাবা ও মায়ের সঙ্গে এসে ওই নাবালিকা অভিযোগ জানিয়েছে। নিযাতিতার দেওয়া বয়ান অনুযায়ী, সে ও তার বিশেষ বন্ধু এলাকারই একটি জঙ্গলে অন্তরঙ্গ অবস্থায় ছিল। সেই সময় চার যুবক তাদের দেখতে পায়। তখনই তাদের ভিডিয়ো করে তারা। অভিযোগ, এরপর মেয়েটিকে ওই ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেইল করে যৌন নির্যাতন করা হয়। পরে, সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরালও করে দেওয়া হয় বলে খবর।
গোটা ঘটনায় চারজনের নামে এফআইআর করা হয় থানায়। সেই অনুযায়ী বোলপুর থানার পুলিশ ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে মেয়েটিকে যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। পরিবার সূত্রে খবর, এই মুহূর্তে ওই নাবালিকা আতঙ্কে রয়েছে।
এসডিপিও অভিষেক রায় বলেন, “নাবালিকার পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়ের করেছেন যে তাঁদের মেয়ের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। চারজনকে পুলিশ গ্রেফতার করেছে। আরও একজনের খোঁজ চলছে। প্রাথমিক অনুমান মেয়েটির যৌন নিগ্রহ করা হয়েছে। এর ভিত্তিতেই আমরা তদন্ত শুরু করেছি।”
বস্তুত, গত ১৪ এপ্রিল বোলপুরে ঠিক এমনই একটি নারী নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসে। সেইদিও ওই কিশোরী তার এক সঙ্গীর সঙ্গে চড়কের মেলা দেখতে গিয়েছিল। অভিযোগ, মেলা দেখে ফেরার পথে তারা একটি ফাঁকা জায়গায় গল্প করছিল। সেই সময়ই ঘটে যায় অঘটন। কিশোরী আদিবাসী মেয়েটিকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। জানা যায়, সেই সময় মেলা থেকে মেয়েটিকে জোর করে তুলে নিয়ে যায় পাঁচ জন। এই ঘটনায় প্রথমেই তিনজনকে চিহ্নিত করে পুলিশ।
রাত্রিবেলা এলাকায় একটি চড়কের মেলা দেখতে গিয়েছিল কিশোরী। মেলা দেখে ফেরার সময় এই ঘটনা ঘটে। অভিযোগ, নির্যাতিতার সঙ্গে এক নাবালকও ছিল। তাকেও রেয়াত করেনি অভিযুক্তরা। বেধড়ক মারধর করা হয় তাকে। স্থানীয় সূত্রে খবর, একটি ফাঁকা জায়গায় তারা যখন গল্প করছিল, তখন আচমকাই আক্রমণ করে ওই দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঁচজন যুবক মিলে ওই নাবালককে মারধর করে নাবালিকাকে তুলে নিয়ে যায়। এরপর নদীর ফাঁকা চর এলাকায় নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরপরে স্থানীয় লোকজনকে ডেকে আনে নাবালিকার সঙ্গী। খবর পেয়ে নাবালিকাকে উদ্ধার করে এলাকার মানুষ।এলাকাবাসী তাকে উদ্ধার করেন। পরে হাসপাতালে ভর্তি করা হয় মেয়েটিকে।
ঘটনার পর তদন্তে নামে শান্তিনিকেতন থানার পুলিশ। গ্রেফতার করা হয় ৪ জনকে। ধৃতদের মধ্যে ২ জন নাবালকও ছিল।