Birbhum News: সিউড়ি বাসস্ট্যান্ডে উদ্ধার যুবকের দেহ! ঘনিষ্ঠ বন্ধুর দিকেই অভিযোগের তির পরিবারের
Birbhum Dead Body News: নিহতের নাম শেখ আব্বাস উদ্দিন। বাড়ি সিউড়ির মাদ্রাসা পল্লিতে। পেশায় ফল বিক্রেতা ছিলেন তিনি। ওই বাসস্ট্য়ান্ডের পাশেই তাঁর দোকান ছিল বলে জানা গিয়েছে। কিন্তু একজন ফল বিক্রেতার এমন পরিণতি কে করল? পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে আটটায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন শেখ আব্বাস।

সিউড়ি: রবিবার থেকে বাড়ি ফেরেনি। স্বামী যে কোথায় গেল, সেই নিয়ে উদ্বিগ্ন ছিলেন স্ত্রী। আর দিন পেরতেই সেই বাড়িতে পড়ল কান্নার রোল। স্বামী ফেরেনি। ফিরেছে তাঁর মৃতদেহ। সোমবার বীরভূমের সিউড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার হয়েছে এক যুবকের দেহ। মৃত্যুর কারণ ঘিরে ঘনিয়েছে রহস্য।
নিহতের নাম শেখ আব্বাস উদ্দিন। বাড়ি সিউড়ির মাদ্রাসা পল্লিতে। পেশায় ফল বিক্রেতা ছিলেন তিনি। ওই বাসস্ট্য়ান্ডের পাশেই তাঁর দোকান ছিল বলে জানা গিয়েছে। কিন্তু একজন ফল বিক্রেতার এমন পরিণতি কে করল? পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে আটটায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন শেখ আব্বাস। তারপর পরিবারের লোকজন নানা কারণে তাঁর সঙ্গে যোগাযোগ করলেও, তাঁকে পাওয়া যায়নি। এরপর ২৪ ঘণ্টা পেরতেই উদ্ধার দেহ।
এদিন নিহতের স্ত্রী বলেন, ‘সুমন নামে একটা ছেলের সঙ্গেই সর্বক্ষণ ঘুরে বেড়াত। ওকে ধরতে হবে। ওকে ধরলেই সবটা প্রকাশ্য়ে আসবে।’ তিনি আরও বললেন, ‘গতকাল সকালে আব্বাসকে ওই সুমনই ডেকে নিয়ে গিয়েছিল। তারপর থেকে সে নিখোঁজ হয়ে যায়। কোনও নেশাভান করত না। বাজে অভ্যাস ছিল না। কোনও মতেই আত্মহত্যা করার ছেলে নয়।’
এই ঘটনায় এখনও কোনও গ্রেফতার বা আটকের ঘটনা ঘটেনি বলেই খবর। তবে তদন্ত নেমেছে পুলিশ। পরিবারের অভিযোগ, ঘনিষ্ঠ বন্ধুর হাতেই খুন হয়েছেন আব্বাস। পাশাপাশি, পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছে পরিবার। তাঁদের দাবি, সকালে ঘটনা ঘটেছে। তারপর থেকে পুলিশের কোনও খোঁজ নেই। বেলার দিকে ওরা এসে দেহ নিয়ে গিয়েছে। আপাতত নিহতের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলেই খবর।
