AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nalhati: ‘গভর্মেন্ট অফ ইন্ডিয়া’ লেখা গাড়িতে উঠতেই মাথায় হাত, ‘সেনা’ কর্মীদের হাত থেকে দম্পতিকে বাঁচাল সিভিক

Nalhati: ঘটনাটি ঘটেছে বুধবার। ওই দিন দুপুরে বীরভূমে নলহাটি থানার কলিঠা গ্রামের কাছে প্রতারণার শিকার হন এক দম্পতি। রামপুরহাট থানার বড়জোল গ্রামের বাসিন্দা অনুপ কুমার মণ্ডপ। বহরমপুর থেকে মোড়গ্রামে নামেন ওই দম্পতি।

Nalhati: 'গভর্মেন্ট অফ ইন্ডিয়া' লেখা গাড়িতে উঠতেই মাথায় হাত, 'সেনা' কর্মীদের হাত থেকে দম্পতিকে বাঁচাল সিভিক
এই সেই গাড়ি, যা ঘিরে এত বিতর্কImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 07, 2024 | 2:22 PM
Share

নলহাটি: একদিকে যখন সিভিক ভলান্টিয়ার ভূমিকা নিয়ে গুচ্ছ-গুচ্ছ প্রশ্ন উঠছে। এমনকী সুপ্রিম কোর্টেও প্রশ্নের মুখে পড়েছে তাদের ভূমিকা। সেই সময় বীরভূমের এক সিভিক ভলান্টিয়ারের ভূমিকায় নিয়ে প্রশংসা। সেনা কর্মী পরিচয় দিয়ে দুই প্রতারক এক দম্পতির কাছ থেকে সব ছিনিয়ে গেল পালিয়ে। তবে সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় কোনওক্রমে রক্ষা পেলেন দম্পতি।

কী ঘটেছে?

ঘটনাটি ঘটেছে বুধবার। ওই দিন দুপুরে বীরভূমে নলহাটি থানার কলিঠা গ্রামের কাছে প্রতারণার শিকার হন এক দম্পতি। রামপুরহাট থানার বড়জোল গ্রামের বাসিন্দা অনুপ কুমার মণ্ডল। বহরমপুর থেকে মোড়গ্রামে নামেন ওই দম্পতি। অভিযোগ, সেই সময় ভারত সরকারের ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টম লেখা গাড়ি আসে। এরপর সেনা কর্মীর পরিচয় দিয়ে সব কিছু ছিনিয়ে নেয় দম্পতির বলে অভিযোগ। দু’জন প্রতারক পালিয়ে গেলেও সিভিকের সহযোগিতায় উদ্ধার প্রতারকদের গাড়ি। আটক গাড়ি চালক।

অনুপ কুমার মণ্ডল বলেন, “মৌড় গ্রাম নামার পর বাস পাচ্ছিলাম না। সেই সময় এক অপরিচিত লোক নিজেকে সেনা পরিচয় দিল। এরপর সরকারি স্টিকার লাগানো চারচাকা গাড়ি এল। আমরা উঠলাম। গাড়িতে বসে কথায় কথায় সব জানল। ওরা ওইগুলো নিয়ে নিল। মাঝ রাস্তায় নামিয়ে দিল। ছুটে গিয়ে এক সিভিককে বলি। ওই সিভিকের তৎপরতায় চালক সহ গাড়ি ধরা পড়ে। বিষয়টি নলহাটি থানায় জানিয়েছি।”