Rail in Suri: ১০০ বছর পর সিউড়িতে তৈরি হচ্ছে এই রেললাইন, তাতেও তরজা!
Birbhum: পাল্টা আজ রেল মন্ত্রকের দেওয়া চিঠি ও ভিডিয়ো প্রকাশ করে জগন্নাথ চট্টোপাধ্যায় দাবি করেন, রেল মন্ত্রক অনুমোদন দিয়েছে তাঁর প্রস্তাবেই। তিনি বলেন, "আমার মতো ক্ষুদ্র এক বিজেপি নেতার কথায় রেল মন্ত্রক অনুমোদন দিয়েছে, এটাতে আমি খুবই খুশি।" এর আগেও মেমু এক্সপ্রেস চালু করেছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়।

তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী গত দু’দিন আগে বীরভূমে রাজনগরের চন্দ্রপুরে একটি জনসভা থেকে বলেছিলেন, “সব ভাঁওতা, মানুষকে ভুল বোঝানো হচ্ছে। কোনও রেললাইন তৈরি হবে না।” সিউড়ি প্রান্তিক রেললাইন মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন করেছিলেন বলে দাবি করে বিধায়ক আরও বলেন, “সেই কাজ এখনও হয়নি।”
পাল্টা আজ রেল মন্ত্রকের দেওয়া চিঠি ও ভিডিয়ো প্রকাশ করে জগন্নাথ চট্টোপাধ্যায় দাবি করেন, রেল মন্ত্রক অনুমোদন দিয়েছে তাঁর প্রস্তাবেই। তিনি বলেন, “আমার মতো ক্ষুদ্র এক বিজেপি নেতার কথায় রেল মন্ত্রক অনুমোদন দিয়েছে, এটাতে আমি খুবই খুশি।”
এর আগেও রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে সিউড়ি থেকে শিয়ালদহ মেমু এক্সপ্রেস চালু করেছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়। সিউড়ির মানুষ যেটাকে জগন্নাথ এক্সপ্রেসও বলে। আপাতত সিউড়িতে নতুন রেললাইন চালু হলে, সেটার কৃতিত্ব কার হবে, তা নিয়েই চলছে তরজা।
