Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Panchayat Election 2023 Result: জয়ী এনআইএর হাতে ধৃত তৃণমূল প্রার্থী মনোজ ঘোষ

Panchayat Election 2023 Result: এমনও সূত্রের খবর, মনোজ ঘোষকে একাধিকবার হাজিরার জন্য তলব করেছিল এনআইএ। তবে বারবারই সেই হাজিরা এড়িয়ে যান। এ নিয়ে আদালতেরও দৃষ্টি আকর্ষণ করেন তদন্তকারীরা।

Panchayat Election 2023 Result: জয়ী এনআইএর হাতে ধৃত তৃণমূল প্রার্থী মনোজ ঘোষ
প্রার্থী মনোজ ঘোষ। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2023 | 3:51 PM

বীরভূম: কেন্দ্রীয় সংস্থা এনআইএ (NIA)-এর হাতে সোমবারই গ্রেফতার হন তৃণমূল প্রার্থী মনোজ ঘোষ। মঙ্গলবার ফলপ্রকাশের পর দেখা গেল জয়ী তিনি। মনোজ ঘোষ নলহাটির বানিওর গ্রামপঞ্চায়েতের তৃণমূল প্রার্থী। ৩০৯ ভোটে জেতেন তিনি। সোমবার এনআইএর একটি দল নলহাটি থানায় পৌঁছয়। সেখানে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। প্রত্যেকেই পাথর ব্যবসায়ী। তালিকায় নাম ছিল মনোজ ঘোষেরও। সেখানেই মনোজকে গ্রেফতার করা হয়।

এমনও সূত্রের খবর, মনোজ ঘোষকে একাধিকবার হাজিরার জন্য তলব করেছিল এনআইএ। তবে বারবারই সেই হাজিরা এড়িয়ে যান। এ নিয়ে আদালতেরও দৃষ্টি আকর্ষণ করেন তদন্তকারীরা। এরইমধ্যে পুনর্নির্বাচনের দিন মনোজকে ডেকে পাঠানো হয় নলহাটি থানায়। বেআইনিভাবে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র মজুত রাখার অভিযোগে পাথর ব্যবসায়ী মনোজ ঘোষকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা। সাতজনের তদন্তকারী একটি দল সোমবার থানায় যায়। আদালতের নির্দেশেই ডেকে পাঠানো হয় তাঁকে।

সূত্রের খবর, প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদপর্ব চলে। তাতে বেশ কিছু জবাবে অসঙ্গতি পাওয়ায় গ্রেফতার করে এনআইএ। এনিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল, বাড়ি থেকে বিস্ফোরক পাওয়ার পরও মনোজকে সঙ্গে সঙ্গে যে গ্রেফতার করা হয়নি, তা এনআইএর ভদ্রতা। পাল্টা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য ছিল, এনআইএকে ব্যবহার করা হচ্ছে পুরোপুরি রাজনৈতিক কারণে। বিজেপির তৈরি করে দেওয়া তালিকা ধরে এগোচ্ছে এজেন্সি।

পঞ্চায়েত ভোটের সমস্ত খবরের LIVE UPDATE পেতে ক্লিক করুন এই লিঙ্কে