AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ilambazar Hospital: হাতে চ্যানেল করতে যাওয়ার সময় নার্সের প্রাইভেট পার্টে হাত, গ্রেফতার রোগী

Birbhum: নিগৃহীতা নার্স বলেন, "ওঁর যখন চ্যানেল করা হচ্ছিল সেই সময় উনি আমার গোপনাঙ্গে হাত দেন। আমি এফআইআর করেছি। সকলকে জানিয়েছি। সিনিয়ররা এসেছিলেন। তাঁরা কথা বলে গিয়েছেন। এটা অপ্রত্যাশিত ঘটনা। একজন রোগী এমন কাজ করছেন।"

Ilambazar Hospital: হাতে চ্যানেল করতে যাওয়ার সময় নার্সের প্রাইভেট পার্টে হাত, গ্রেফতার রোগী
কর্তব্যরত নার্সকে শ্লীলতাহানির অভিযোগImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 01, 2024 | 4:16 PM
Share

ইলামবাজার: আরজি করের ঘটনায় যখন উত্তাল রাজ্য। বিচার চেয়ে পথে নেমেছে হাজার-হাজার মহিলা। সেই সময় জেলার হাসপাতালে কর্তব্যরত নার্সের শ্লীলতাহানির অভিযোগ। রাত্রিবেলা মহিলা নার্স নিজের ডিউটি পালন করছিলেন সেই সময় অভিযুক্ত ব্যক্তি নার্সের গোপনাঙ্গে হাত দেন বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই কর্মবিরতি পালন স্বাস্থ্যকর্মীদের। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

জানা যাচ্ছে, অভিযুক্তের নাম শেখ আব্বাসউদ্দিন (৩২)। ঠাণ্ডা লাগা ও জ্বর নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন ইলামবাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। রাত্রিবেলা শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময় ওই মহিলা নার্সকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। এরপরই বিক্ষোভ দেখান স্বাস্থ্য কর্মীরা। নিরাপত্তার প্রশ্ন তুলে সরব হন তাঁরা। সেখানকার বিএমওএইচও জানাচ্ছেন, ওই ব্লক হাসপাতালের নিরাপত্তা একেবারেই ঢিলেঢালা রয়েছে। সিভিক ভলান্টিয়র মাঝে মধ্যেই থাকেন। তবে সব সময় তাঁদের দেখা পাওয়া যায় না বলেই জানিয়েছেন তিনি। রাত্রিবেলা অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকেন হাসপাতাল চত্বর।

নিগৃহীতা নার্স বলেন, “ওঁর যখন চ্যানেল করা হচ্ছিল সেই সময় উনি আমার গোপনাঙ্গে হাত দেন। আমি এফআইআর করেছি। সকলকে জানিয়েছি। সিনিয়ররা এসেছিলেন। তাঁরা কথা বলে গিয়েছেন। এটা অপ্রত্যাশিত ঘটনা। একজন রোগী এমন কাজ করছেন।”