ভোটের আগে টাকা বিলি করছে তৃণমূল, অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ বিজেপি

বিজেপির (BJP) দাবি, এর প্রতিবাদ করায় এক বিজেপি কর্মীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।

ভোটের আগে টাকা বিলি করছে তৃণমূল, অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ বিজেপি
ভোটের মুখে জোর তরজা ময়ূরেশ্বরে।
Follow Us:
| Updated on: Mar 22, 2021 | 8:37 PM

বীরভূম: তফশিলি জাতি ও উপজাতিদের জন্য ইস্তাহারে কল্পতরু তৃণমূল (Trinamool)। আশ্বাস দিয়েছে, তৃতীয়বার ক্ষমতায় এলে তাঁদের ১ হাজার টাকা মাসিক ভাতা দেবে। কিন্তু ভোটের আগেই সেই টাকা বিলির অভিযোগ তুলল বিজেপি। ঘটনাস্থল ময়ূরেশ্বর। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।

বিজেপির অভিযোগ, ময়ূরেশ্বর-১ ব্লকের দক্ষিণগ্রাম গ্রামপঞ্চায়েতের প্রধানের নির্দেশে মানুষের কাছে প্রচার করার সঙ্গে সঙ্গে ভোটারদের হাতে নগদ ১ হাজার টাকা তুলে দিচ্ছে তৃণমূল। বিজেপির দাবি, এর প্রতিবাদ করায় এক বিজেপি কর্মীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। যা ইতিমধ্যেই মল্লারপুর পুলিশের কাছে জানিয়েছে বিজেপি কর্মীরা।

আরও পড়ুন: দল সঠিক মূল্যায়ণ করেনি, ক্ষোভে একের পর এক পদ থেকে ইস্তফা তৃণমূল নেতার

যদিও তৃণমূলের তরফে এই টাকা বিলির অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতা কালীসাধন মুখোপাধ্যায়ের বক্তব্য, “প্রতিদিনের মতোই পঞ্চায়েতের সদস্য বাড়ি বাড়ি ঘুরছেন। আমাদের প্রধানের স্বামী জয়দেব দে-ও যাচ্ছেন। উনি একাই গিয়েছিলেন। টাকা পয়সা বিলি হওয়ার কোনও কথাই নয়। ওরা মিথ্যা অভিযোগ তুলছে।” উল্টে কালীসাধনের অভিযোগ, জয়দেবকে মারধর করেছে বিজেপির লোকজন। মাথায় রক্ত জমে গিয়েছে। রামপুরহাট হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করে জানায়, মল্লারপুর পুলিশকে সবটাই জানানো হয়েছে। তারা সবটা তদন্ত করবে।