
বোলপুর ও রায়গঞ্জ: বিশ্বকর্মা পুজোও হয়ে গেল। এরপর মহালয়া। আর তারপরই সূচনা দেবীপক্ষের। বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। এই চারটি দিনের অপেক্ষায় সারাটা বছর কাটিয়ে দেয় বাঙালি। বিগত দুই বছরের মতো এ বছরও দুর্গাপুজোর আনন্দ আরও একটু বাড়িয়ে দিতে জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে পুজোয় পালসের ক্যান্টর। এবার পুজোয় পালসের তৃতীয় সংস্করণ। আজ পুজোয় পালসের ট্যাবলো পৌঁছে যাবে বোলপুর ও রায়গঞ্জে। আপনি কোথায় গেলে পাবেন পালস গোলমোল, তা জেনে নিন-
আজ বোলপুরের দুই জায়গায় হাজির থাকবে পুজোয় পালসের ট্যাবলো। সকালে প্রথমে পৌঁছে যাবে নেতাজি মার্কেটে। সকাল ১১টা থেকে দুুপুর ৩টে পর্যন্ত ট্যাবলো থাকবে এখানে। এরপর ট্যাবলো পৌঁছে যাবে বোলপুরের চিত্রা মোড় মার্কেটে। ভারত পেট্রোল পাম্পের সামনে বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত থাকবে।
অন্যদিকে আজ রায়গঞ্জেও পৌঁছে যাবে পুজোয় পালসের ট্য়াবলো। সকালেই ইটাহার বাস স্ট্যান্ডে পৌঁছে যাবে ট্যাবলো। সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত ট্যাবলো থাকবে এখানে। এরপরে পৌঁছে যাবে রায়গঞ্জ কলেজে। বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত ট্য়াবলো থাকবে এখানে।
আপনিও চাইলে আজ এই ঠিকানায় পৌঁছে যেতে পারেন এবং মজাদার নানা গেমস খেলে জিতে নিতে পারেন উপহার। একইসঙ্গে চেখে দেখতে পারবেন পালসের নতুন ক্যান্ডি গোলমোল, যার স্বাদ বাকি পাঁচটা লজেন্সের থেকে আলাদা।