AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rampurhat Medical College: ভুল ইঞ্জেকশন দিতেই নাকি খিঁচুনি, তারপরই মৃত্যু রোগীর, ভাঙচুর সরকারি হাসপাতাল

Rampurhat Medical College: জানা যাচ্ছে, শনিবার বিকেলে পথ দুর্ঘটনায় জখম হন আনসারুল শেখ নামে এক ব্যক্তি। তিনি হাবিসপুর গ্রামের বাসিন্দা। তাঁকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এ দিন, সন্ধ্যায় মৃত্যু হয় রোগীর। এরপরই ভূল চিকিৎসার অভিযোগ তোলেন রোগীর পরিবারের লোকজন।

Rampurhat Medical College: ভুল ইঞ্জেকশন দিতেই নাকি খিঁচুনি, তারপরই মৃত্যু রোগীর, ভাঙচুর সরকারি হাসপাতাল
হাসপাতাল ভাঙচুরের অভিযোগImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 03, 2024 | 11:06 PM
Share

রামপুরহাট: তুমুল অশান্তি ছড়াল রামপুরহাট গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ভুল চিকিৎসার জেরে রোগীর মৃত্যুর অভিযোগ। আর তারপরই হাসপাতাল ভাঙচুর মৃতের পরিবারের সদস্যদের। ঘটনার পর হাসপাতালে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ।

জানা যাচ্ছে, শনিবার বিকেলে পথ দুর্ঘটনায় জখম হন আনসারুল শেখ নামে এক ব্যক্তি। তিনি হাবিসপুর গ্রামের বাসিন্দা। তাঁকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যায় মৃত্যু হয় রোগীর। এরপরই ভূল চিকিৎসার অভিযোগ তোলেন রোগীর পরিবারের লোকজন।

তাঁদের দাবি, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান রোগী স্থিতিশীল রয়েছে। তাঁকে অন্যত্র স্থানান্তরিত করার প্রয়োজন নেই। রোগীর পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁকে একটি ইঞ্জেকশন দেওয়ার পর খিঁচুনি শুরু হয়। এরপরই মৃত্যু হয় তাঁর। হাসপাতাল সূত্রে খবর,আজ সন্ধ্যার পর প্রায় ৭০-৮০ জন লোকজন এসে হাসপাতালে হামলা চালায় মৃতের পরিবারের সদস্যরা। ভাঙচুর করে হাসপাতাল। এমনকী কর্তব্যরত চিকিৎসককে মারধরের অভিযোগ ওঠে। যদিও, এই প্রসঙ্গে হাসপাতাল সুপারের কোনও প্রতিক্রিয়া মেলেনি।