AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rampurhat: পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে নিয়মিত যোগ ছিল, রামপুরহাট থেকে JMB সন্দেহে ধৃত সম্পর্কে আদালতে জানাল STF

Rampurhat: গত ৯ মে জেএমবি জঙ্গি সন্দেহে বীরভূমের নলহাটি থানার বানিওর গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রাম থেকে আজমল হোসেন, মুরারই থানার চাতরা গ্রাম থেকে সাহেব আলি খান এবং দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবার থানার পাতরা গ্রাম থেকে আব্বাস উদ্দিন মোল্লাকে গ্রেফতার করে এসটিএফ।

Rampurhat: পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে নিয়মিত যোগ ছিল, রামপুরহাট থেকে JMB সন্দেহে ধৃত সম্পর্কে আদালতে জানাল STF
রামপুরহাট আদালতImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 23, 2025 | 9:22 PM
Share

রামপুরহাট:  জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-র সদস্য সন্দেহে বীরভূমে এসটিএফের জালে এক। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আব্বাস উদ্দিন মোল্লা। সূত্রের খবর, তার সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। ধৃতকে শুক্রবার  বীরভূমের রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। আদালতে গোটা বিষয়টি তুলে ধরে এসটিএফ।

উল্লেখ্য, গত ৯ মে জেএমবি জঙ্গি সন্দেহে বীরভূমের নলহাটি থানার বানিওর গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রাম থেকে আজমল হোসেন, মুরারই থানার চাতরা গ্রাম থেকে সাহেব আলি খান এবং দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবার থানার পাতরা গ্রাম থেকে আব্বাস উদ্দিন মোল্লাকে গ্রেফতার করে এসটিএফ। তাদের প্রত্যেকে পুলিশই হেফাজতে পাঠানো হয়েছিল। আজ ফের তিনজনকে আদালতে তোলা হয়।

সরকারি আইনজীবী সৈকত হাতি বলেন, “ধৃত আব্বাস উদ্দিন মোল্লার সঙ্গে পাকিস্তান এবং বাংলাদেশের নিয়মিত যোগাযোগ ছিল।” এসটিএফ জিজ্ঞাসাবাদে এমনই তথ্য উঠে এসেছে। এর সঙ্গে আরও জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলে তদন্তকারী অফিসার আদালতকে জানিয়েছেন।