Indian Railway: চোখ-মুখ দেখে বোঝাই যায় না! বোলপুর স্টেশনেই বিরাট ‘অভিযান’ রেল পুলিশের

Indian Railway: কী কাজে এসেছে, কোথায় যাচ্ছে, সব নিয়ে মনে একটা সন্দেহ তৈরি হয় তাদের। তারপর পরিস্থিতি বেগতিক বুঝে ওই সন্দেহভাজনকে নিজের ব্যাগ খুলে দেখাতে বলে তারা। বেরিয়ে আসে সত্যি।

Indian Railway: চোখ-মুখ দেখে বোঝাই যায় না! বোলপুর স্টেশনেই বিরাট অভিযান রেল পুলিশের
ধৃতের ছবিImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Jul 13, 2025 | 8:09 PM

বোলপুর: স্টেশন স্টেশনে চলছে ‘অপারেশন’। রবিবার সেই অভিযানের ফলই পে্ল রেলপুলিশ। হাতেনাতে ধরল এক অভিযুক্তকে। তাও আবার এই বাংলার বোলপুর স্টেশন থেকে।

শনিবার বোলপুর স্টেশন থেকে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে গ্রেফতার রেলপুলিশ। তার কাছে যথাযথ নথি চাইতেই ‘উত্তর’ দিতে পারে না ধৃত। সন্দেহ জাগে রেলপুলিশের। কী কাজে এসেছে, কোথায় যাচ্ছে, সব নিয়ে মনে একটা সন্দেহ তৈরি হয় তাদের। তারপর পরিস্থিতি বেগতিক বুঝে ওই সন্দেহভাজনকে নিজের ব্যাগ খুলে দেখাতে বলে তারা। বেরিয়ে আসে সত্যি।

সন্দেহভাজন পুলিশি চাপে ব্যাগ খুলতেই বেরিয়ে এল একটার পর একটা প্যাকেট। আর তাতে ভাগ করে রাখা সোনার গহনা। কয়েকটাতে আবার রয়েছে নগদ টাকাও। যার কোনও যথাযথ নথি দিতে পারে না সেই সন্দেহভাজন। সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় তাকে।

রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির থেকে মোট ১৯০ গ্রাম সোনার গহনা ও ২ লক্ষ ১০ হাজার টাকা নগদ উদ্ধার হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের পর তাকে তুলে দেওয়া হয় জিআরপিদের হাতে। ইতিমধ্যে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। বোলপুর রেলপুলিশ জানিয়েছে, ‘অপারেশন সতর্ক’-র আওতাতেই এই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।