Satabdi Roy: ‘…ওদের তাড়াবই’, কেষ্টহীন বীরভূমে কাদের হুঁশিয়ারি দিলেন শতাব্দী?

Jun 15, 2024 | 1:08 PM

Birbhum: প্রসঙ্গত, খয়রাশোলে প্রাক্তন ব্লক সভাপতির সঙ্গে অঞ্চল সভাপতিদের গোষ্ঠী কোন্দলের কথা কারোর অজানা নয়। একাধিকবার তৃণমূল নেতৃত্ব সেই কোন্দল মেটানোর বার্তা দিয়েছেন। কাজের কাজ কিছুই হয়নি। তৈরি করা হয় কোর কমিটি।

Satabdi Roy: ...ওদের তাড়াবই, কেষ্টহীন বীরভূমে কাদের হুঁশিয়ারি দিলেন শতাব্দী?
শতাব্দীর নিশানায় কারা?
Image Credit source: Facebook

Follow Us

বীরভূম: বীরভূম লোকসভা কেন্দ্রে এবার ভালই ফল করেছে বিজেপি। এমনকী, এতদিন বীরভূম লোকসভা ধরে রাখলেও যে দুবরাজপুর বিধানসভা তাদের আয়ত্তে আসছিল না, এই বছর সেই বিধানসভাতেও ফুটেছে ঘাসফুল। তবে, জেতার পরই দুবরাজপুর বিধানসভার অন্তর্গত খয়রাশোলে দলের ‘বিভীষণদের’ উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। বললেন, “দলে থেকে যাঁরা অন্য দলের হয়ে ভোট করিয়েছে তাদের দল থেকে তাড়াব।” আর শতাব্দীর এই মন্তব্যের পরই জল্পনা বাড়ছে জেলায়।

প্রসঙ্গত, খয়রাশোলে প্রাক্তন ব্লক সভাপতির সঙ্গে অঞ্চল সভাপতিদের গোষ্ঠী কোন্দলের কথা কারোর অজানা নয়। একাধিকবার তৃণমূল নেতৃত্ব সেই কোন্দল মেটানোর বার্তা দিয়েছেন। কাজের কাজ কিছুই হয়নি। তৈরি করা হয় কোর কমিটি। এরপরও ঝামেলা মেটেনি বলেই কানাঘুষো শোনা যায়। বলা হয়, এই গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই ২০২১-এর বিধানসভা নির্বাচনে দুবরাজপুরে জয় পায়নি তৃণমূল।

এরপর আজ শতাব্দী ওই এলাকায় যান। দলে যে কয়েকজন ‘বেইমান’ আছে তা খোলাখুলি বলেও দেন সাংসদ। তাঁর দাবি, তৃণমূলে পদ আগলে থেকেও যাঁরা বিজেপি-র হয়ে ভোট করিয়েছে তাঁদের চিহ্নিত করা হয়েছে। এবার তাঁদের দল থেকে তাড়ানো হবে। শতাব্দী রায় বলেন, “আমরা দলের জন্য ভোট করি। আগে যা হতো না এবার তাই হবে। যাঁরা দলে থেকে দলের সঙ্গে বেইমানি করেছে তাঁদের আগে তাড়ানো হতো না। এবার তাঁদের তাড়ানো হবে। আমি বিরোধীদের সম্মান করি। কিন্তু দলের পদ থেকে হিন্দুদের কাছে বলবে বিজেপিকে ভোট দাও। মুসলিমদের বলবে কংগ্রেসকে ভোট দাও। এইটুকু বলার ক্ষমতা নেই আমি তৃণমূল করি ভাই। আর জেতার পর বলবে দিদি আমি আপনার জন্য পুজো দিয়েছি। এদের জানা আছে আমার।”

 

Next Article