Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sourav Ganguly: প্রথমবার শান্তিনিকেতনে যাচ্ছেন সৌরভ, মঞ্চে থাকবেন অনুব্রতও

Sourav Ganguly: বোলপুর ডাকবাংলো ময়দানে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানেই সংবর্ধনা দেওয়া হবে। বোলপুর পুরসভা ও বোলপুর মহকুমা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাঁকে সম্মানিত করা হবে।

Sourav Ganguly: প্রথমবার শান্তিনিকেতনে যাচ্ছেন সৌরভ, মঞ্চে থাকবেন অনুব্রতও
শান্তিনিকেতনে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Apr 13, 2025 | 1:55 PM

বোলপুর: প্রথমবার শান্তিনিকেতনে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শান্তিনিকেতনে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বোলপুর পৌরসভার তরফে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই যোগ দেবেন ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক। ওই অনুষ্ঠানেই আবার যোগ দেওয়ার কথা অনুব্রত মণ্ডলের। 

বোলপুরে সৌরভকে সংবর্ধনা দেওয়া হবে বলেও জানা যাচ্ছে। ডাকবাংলো ময়দানে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানেই সংবর্ধনা দেওয়া হবে। বোলপুর পুরসভা ও বোলপুর মহকুমা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাঁকে সম্মানিত করা হচ্ছে। এদিন সৌরভ আগমণের কথা জানান বোলপুর পুরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ।

২৫ বৈশাখ বিকাল ৩টে নাগাদ সৌরভের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। পর্ণা ঘোষ বলছেন, “সৌরভ বোলপুর আসছেন আমরা খুব খুশি। পুরোটাই হচ্ছে বোলপুর পুরসভার উদ্যোগে। এত বড় একজন মানুষকে আনতে পেরে আমরাও খুশি। আমাদের মুখ্যমন্ত্রী তো খেলার দিকে বিশেষ নজর রেখেছেন। খেলার প্রসার করছেন। আমাদের কেষ্টদাও খেলাপ্রেমী মানুষ। সব সময় তিনি পাশে আছেন। এই উদ্যোগে তিনিও খুব খুশি। আমাদের পাশে আছেন।” অন্যদিকে সৌরভ আগমনে খুশির জোয়ার বোলপুরে তাঁর ভক্ত মহলেও। অন্যদিকে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সেজে উঠতে শুরু করেছে শান্তিনিকেতনও। চারদিকেই সাজ সাজ রব।