Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mahakumbh: কুম্ভ থেকে দেহ ফেরাতে টানাপোড়েন! মোবাইলে ছবি দেখেই শেষ পর্যন্ত মৃত মাকে চিনল ছেলে

Mahakumbh: মৃতার ছেলে বলছেন, “সোমবার ফারাক্কা থেকে ট্রেন ধরেছিল। মঙ্গলবার ওখানে নেমেছিল। ফোন করেও জানিয়েছিল যে ঠিক আছে। তবে খুব বেশি কথা হয়নি। সন্ধ্যায় একবার শেষ কথা হয়।”

Mahakumbh: কুম্ভ থেকে দেহ ফেরাতে টানাপোড়েন! মোবাইলে ছবি দেখেই শেষ পর্যন্ত মৃত মাকে চিনল ছেলে
শোকের ছায়া এলাকায় Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 01, 2025 | 12:20 PM

রামপুরহাট: মৃতের তালিকাটা যেন ক্রমেই দীর্ঘ হচ্ছে। কুম্ভমেলায় গিয়েছিলেন রামপুরহাটের গায়েত্রী দে। কিন্তু, বিপর্যয়ের পর থেকে তাঁর আর কোনও খোঁজ পায়নি পরিবার। চাপানউতোর বাড়তে থাকে। এরইমধ্যে অজ্ঞাত পরিচয় মৃতদের ছবি সামনে আসে। সেই ছবি দেখেই সেষ পর্যন্ত গায়েত্রী দেবীকে শনাক্ত করেছে তাঁর ছেলে। যদিও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি। উত্তর প্রদেশ সরকারের পক্ষ থেকেও যোগাযোগ করা হয়নি বলে জানা যাচ্ছে। স্থানীয় স্থানীয় ডেকে পাঠানো হয়েছে গায়েত্রী দেবীর পরিবারের লোকজনকে। 

মৃতার ছেলে বলছেন, “সোমবার ফারাক্কা থেকে ট্রেন ধরেছিল। মঙ্গলবার ওখানে নেমেছিল। ফোন করেও জানিয়েছিল যে ঠিক আছে। তবে খুব বেশি কথা হয়নি। সন্ধ্যায় একবার শেষ কথা হয়। তারপর আর কথা হয়নি। এখন তো ছবি দেখে বুঝতে পারলাম মা মারা গিয়েছে। ছবি দেখে মনে হচ্ছে পদপিষ্ট হয়েই মারা গিয়েছে। প্রশসানের তরফ থেকে লোকজন এসে খোঁজ নিয়ে গিয়েছে। থানায় ডেকেছে।”

রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় বলছেন, “হোম সেক্রেটারিকে জানিয়েছি। জেলা শাসকের কাছেও খবর গিয়েছে। ব্যবস্থা নেওয়া হবে।” জেলাশাসক বিধান রায় বলছেন, “আমরা শুনেছি এটা। পরিবারের সঙ্গে যোগাযোগ রয়েছে। যা ব্যবস্থা নেওয়ার আমরা দ্রুত গ্রহণ করব।”