AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anubrata Mondal: বোলপুরের IC-কে হুমকি কেষ্টর? ভাইরাল ভিডিয়ো নিয়ে মুখ খুলল থানা

Anubrata Mondal: তার অভিযোগের ভিত্তিতে একটি কল রেকর্ডিংও (যার সত্য়তা যাচাই করেনি টিভি৯ বাংলা) তুলে ধরে তিনি। সুকান্তর দাবি, 'বীরভূমের ছাল ছাড়ানো বাঘের মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি হয়। তিনি একজন পুলিশ আধিকারিকের সঙ্গে ঠিক কি ভাষায় কথা বলছেন!'

Anubrata Mondal: বোলপুরের IC-কে হুমকি কেষ্টর? ভাইরাল ভিডিয়ো নিয়ে মুখ খুলল থানা
ভাইরাল অডিয়োImage Credit: Facebook
| Edited By: | Updated on: May 30, 2025 | 2:16 PM
Share

বোলপুর: তিনি বোলপুরের আইসি। আর তাঁকে ফোন করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন কেষ্ট মণ্ডল। শুক্রবার বীরভূমের কোর কমিটির সদস্য তথা প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

তার অভিযোগের ভিত্তিতে একটি কল রেকর্ডিংও (যার সত্য়তা যাচাই করেনি টিভি৯ বাংলা) তুলে ধরে তিনি। সুকান্তর দাবি, ‘বীরভূমের ছাল ছাড়ানো বাঘের মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি হয়। তিনি একজন পুলিশ আধিকারিকের সঙ্গে ঠিক কি ভাষায় কথা বলছেন!’

কী শোনা গিয়েছে সেই কল রেকর্ডিংয়ে?

সেই অডিয়ো ক্লিপে শোনা যায়, বোলপুরের আইসি লিটন হালদারকে ফোন করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন বীরভূমের কেষ্ট মণ্ডল। পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ডেপুটেশন জমা দেওয়ার কথা বলেন তিনি। এমনকি, আইসিকে কাজলের লোক বলতেও শোনা যায় সেই ক্লিপ। তবে সমাজমাধ্যমে সুকান্তর তুলে ধরা এই রেকর্ডিং নিয়ে মুখ খুলেছে বোলপুর থানা। এদিন আইসি লিটন হালদার স্পষ্ট ভাবে জানিয়ে দেন, ওই রেকর্ডিং একেবারেই ভুয়ো।

উল্লেখ্য, সম্প্রতি এই আইসির বিরুদ্ধেই কিন্তু সরব হয়েছিলেন কেষ্টও। বোলপুর শহরে আইসি-র নেতৃত্বে তোলাবাজি চলছে বলে অভিযোগ করেন তিনি। কেষ্ট জানিয়েছিলেন, ‘যাকে-তাকে মেসেজ করে টাকা চাইছে। কেউ FIR করতে গেলেও টাকা চাইছে। বোলপুরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।’ এই ‘বিতর্কিত’ আইসি-র বিরুদ্ধে বোলপুর পুলিশ সুপার ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কাছে অভিযোগ দায়ের করেছেন বলেই জানান কেষ্ট। সেই ঘটনার কয়েকদিন পরেই এবার ভাইরাল নতুন অডিও ক্লিপ।