BLO: ৯৯.৯ শতাংশ কাজ শেষ করে এবার ‘টিপস’ দিলেন বিএলও পূজা
SIR: বিভিন্ন জায়গায় বিএলও-রা অসুস্থ হয়ে পড়ছেন কাজের চাপে। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন এক বিএলও। এক বিএলও কাজের চাপে আত্মহত্যা করেছেন বলেও অভিযোগ উঠেছে। সোমবারই কমিশনের সামনে বিক্ষোভ দেখান বিএলও-রা। সেই আবহেও পূজা জানাচ্ছেন, কীভাবে দ্রুত কাজ করা সম্ভব।
মাত্র ১৭ দিনেই কাজ শেষ করে ফেলেছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় যখন বিক্ষোভে বসেছেন বিএলও-রা। নানারকম দাবিতে সরব হয়েছেন তাঁরা, সেই সময় যুদ্ধজয়ের হাসি পূজার মুখে। ইতিমধ্যেই ৯৯.৯১ শতাংশ কাজ সেরে ফেলেছেন। তাঁর বুথে ভোটার সংখ্যা ছিল এক হাজারের উপরে। সংখ্যাটা অন্যান্যদের তুলনায় খুব একটা কম নয়। তারপরও কীভাবে করলেন এই কাজ, প্রশ্ন করলে টিপস দিচ্ছেন পূজা। বীরভূমের লাভপুরে এসআইআর-এর কাজ করছেন তিনি।
Published on: Nov 24, 2025 08:37 PM
