Controversial Comment: ‘বিজেপি নেতাদের মাথা ন্যাড়া করে ঘোল ঢালুন’, তৃণমূল নেতার নিদানে বিতর্ক
প্রতিবাদ সভার শেষে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা বাবু দাস বলেছেন, “মা-বোনেদের বলব, যদি ১০০ দিনের কাজের টাকা না পেয়ে থাকেন। কোনও বিজেপি নেতাকর্মী আসেন তাঁর মাথাটা ন্যাড়া করে দিন। রাস্তায় দাড় করিয়ে ভাণ্ডারি ডেকে মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে দিন। তারপর ‘বল হরি, হরি বোল' বলে পাড়া থেকে তাড়িয়ে দিন।” এই বক্তব্য নিয়ে বিতর্ক বেঁধেছে।
বোলপুর: এলাকার বিজেপি নেতা-কর্মীদের দেখলেই মাথা ন্যাড়া করে দিন। তার মাথায় ঘোল ঢেলে দিন। রবিবার এই ভাষাতেই বিজেপি কর্মীদের উদ্দেশে প্রকাশ্যে হুমকি দিলেন তৃণমূল নেতা বাবু দাস। তিনি বীরভূম জেলার বোলপুর শ্রীনিকেতন ব্লকের তৃণমূল নেতা। ওই ব্লকের অন্তর্গত রূপপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল প্রতিবাদ মিছিল করে রবিবার। ১০০ দিনের কাজ, আবাস যোজনার মতো একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে এই মিছিলেনর আয়োজন করা হয়। সেই মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়েই এই মন্তব্য করেছেন ওই তৃণমূল নেতা। যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।
প্রতিবাদ সভার শেষে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা বাবু দাস বলেছেন, “মা-বোনেদের বলব, যদি ১০০ দিনের কাজের টাকা না পেয়ে থাকেন। কোনও বিজেপি নেতাকর্মী আসেন তাঁর মাথাটা ন্যাড়া করে দিন। রাস্তায় দাড় করিয়ে ভাণ্ডারি ডেকে মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে দিন। তারপর ‘বল হরি, হরি বোল’ বলে পাড়া থেকে তাড়িয়ে দিন।” এই বক্তব্য নিয়ে বিতর্ক বেঁধেছে। যদিও এই কথা বলে কোনও ভুল তিনি করেননি বলেও জানিয়েছেন বাবু দাস। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “আমরা যখন ছোট ছিলাম। তখন পাড়ায় চোর এলে পাড়ার বড়রা বলতেন, মাথা ন্যাড়া করে দে যাতে পরে চেনা যায়। সে জন্যই আমি মাথা ন্যাড়া করতে বলেছি, যাতে বোঝা যায় এরা বিজেপির লোক। কারণ এরা ১০০ দিনের কাজ-সহ গরিব মানুষের টাকা আটকে রেখেছে। শুধু ন্যাড়া নয়। ন্যাড়া করে ঘোল ঢেলে দিতে বলেছি।”
তবে বাবু দাসের এই মন্তব্য নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি নেতা অনুপম হাজরা বলেছেন, “তৃণমূল নেতারা কী নাপিত হয়ে গেল নাকি। যাতে বিজেপি কর্মীদের মাথা ন্যাড়া করতে বলছেন। এ সব নেতাদের গুরুত্ব দেওয়ার দরকার নেই। রাজস্থান, ছত্তীসগঢ়, মধ্য প্রদেশের বিধানসভা নির্বাচনের ফল দেখিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীর প্রতি মানুষের আস্থা দিনে দিনে বাড়ছে। তাই তৃণমূলের উচিত এত দিন ধরে যে পাপ করেছে, তার প্রায়শ্চিত্ত করা। পশ্চিমবঙ্গের মানুষ জেনে গিয়েছে, তৃণমূল মানেই চোর। এর পর মানুষ এ সব নেতাদের গণপিটুনি দেবে।”