AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘অশান্তি’ নিকেতন: বাড়তি নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ উপাচার্য, বিদুৎবাবুর সামনেই শ্লীলতাহানির অভিযোগ ২ ছাত্রীর!

Visva-Bharati University: সোমবার উপাচার্যের বাসভবনের সামনে ফেস্টুন লাগাতে গেলে নিরাপত্তারক্ষীরা তাঁদের শ্লীলতাহানি করে বলে শান্তিনিকেতন থানায় অভিযোগ করেছেন দুই ছাত্রী। তাঁদের বিস্ফোরক দাবি, সেখানে উপস্থিত উপাচার্য বলেন, "মেয়ারা নয়, শুধু পুরুষ কর্মীরা সামলাক।''

'অশান্তি' নিকেতন: বাড়তি নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ উপাচার্য, বিদুৎবাবুর সামনেই শ্লীলতাহানির অভিযোগ ২ ছাত্রীর!
এখনও অবস্থানে অনড় পড়ুয়ারা। ফাইল চিত্র
| Edited By: | Updated on: Aug 31, 2021 | 3:44 PM
Share

বোলপুর: পড়ুয়া বিক্ষোভের জেরে বাড়তি নিরাপত্তা চেয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati University)-র উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakrabarty)। মঙ্গলবার চারদিনে পড়ল বিশ্বভারতীর ছাত্র বিক্ষোভ। উপাচার্যের বাসভবন ঘেরাও করে আন্দোলনে শামিল হন তাঁরা। এই প্রেক্ষিতে রাজ্য পুলিশের কাছে চিঠি মারফত বাড়তি নিরাপত্তা চেয়েছেন উপাচার্য। এই চিঠির কথা স্বীকার করেছেন জেলার পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী। এদিকে উপাচার্য যখন বাড়তি নিরাপত্তা চাইছেন, তখন শ্লীলতাহানির অভিযোগে থানায় এফআইআর করলেন দুই ছাত্রী!

বিশ্বভারতীর উপাচার্যের আবেদন প্রসঙ্গে পুলিশ সুপার জানিয়েছেন তিনি পুরো বিষয়ের উপর বাড়তি নজর দিচ্ছেন। উল্লেখ্য, এরপরেই বুধবার বিশ্বভারতীর গেটের সামনে গত দিনের চেয়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা। চোখে পড়েছে বাড়তি পুলিশ নজরদারি। এদিকে সোমবার উপাচার্যের বাসভবনের সামনে ফেস্টুন লাগাতে গেলে নিরাপত্তারক্ষীরা তাঁদের শ্লীলতাহানি করে বলে শান্তিনিকেতন থানায় অভিযোগ করেছেন দুই ছাত্রী। তাঁদের বিস্ফোরক দাবি, সেখানে উপস্থিত উপাচার্য বলেন, “মেয়ারা নয়, শুধু পুরুষ কর্মীরা সামলাক।”

উল্লেখ্য, গত ২৭ অগস্ট থেকে তিন ছাত্র বহিষ্কারের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ শুরু করেন বিশ্বভারতীর পড়ুয়ারা। সেদিন থেকেই বন্ধ করে দেওয়া হয় বলাকা ও পুরবীর দুটি গেট। এর ফলে অসুবিধায় পড়তে হয়েছে পূর্ব পল্লি শান্তিনিকেতন থানার পুলিশ সহ সাধারণ মানুষের। এর মধ্যে কোনও নোটিস ছাড়া চার দিনের জন্য গেটগুলি বন্ধ থাকায় ভোট পরবর্তী হিংসার তদন্তে আসা সিবিআই-র প্রতিনিধি দলকেও ঘুরপথে যেতে হয়। এছাড়া পুলিশের একটি গাড়িও মেন রোড থেকে ঘুরে অন্য রাস্তা ধরে। যার জেরে সমস্যায় সাধারণ মানুষও। শান্তিনিকেতন থানা সহ পূর্ব পল্লি এলাকার মানুষদের যাতায়াতের মূল রাস্তা এটাই। গত চারদিন ধরে পড়ুয়াদের বিক্ষোভের কারণে, এই রাস্তা বন্ধ করে রেখেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। ফলে সমস্যায় পড়তে হচ্ছে সকল সাধারণ মানুষকে। এদিকে এদিনও বিশ্বভারতী সেন্ট্রাল অফিসের সামনের ওই গেটের মুখে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা।

এই গেট বন্ধ থাকার প্রতিবাদে বলাকা গেটের সামনে বিক্ষোভে সরব হন এসএফআই-র ছাত্রছাত্রীরা। অভিযোগ, এই গেট দুটি বন্ধ থাকার ফলে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বলাকা গেটের সামনে মাইগ্রেশন ফর্ম নিতে এসে চড়া রোদের মধ্যে দাঁড়িয়ে থাকেন। এদিকে বিক্ষোভরত পড়ুয়ারা পোস্টার লাগিয়ে বলছেন, ‘আমাদের জন্য এই গেট বন্ধ হয়নি। এর জন্য দায়ী বিশ্বভারতী কর্তৃপক্ষ। ‘

উল্লেখ্য, ফাল্গুনী পান, সোমনাথ সৌ এবং রূপা চক্রবর্তীকে তিন বছরের জন্য বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি, পদার্থ বিজ্ঞানের দুই অধ্যাপক পীযুষকান্তি ঘোষ ও অরণি চক্রবর্তীকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাসপেন্ড করে বিশ্বভারতী। তার পর বিশ্বভারতীর ছাত্র আন্দোলনের সভামঞ্চে যান এসএফআই নেতা ঐশী ঘোষ ও সৃজন ভট্টাচার্য। তারা বিক্ষোভরত ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলেন। উপাচার্যের বাসভবনের সামনে যে মঞ্চ করা হয়েছে সেখানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন তাঁরা। আরও পড়ুন: ‘লোক দেখাতে এই সব কাজ করছে দিদিমনি’, ঘাটাল মাস্টাল প্ল্যান নিয়ে তৃণমূলের পদক্ষেপকে কটাক্ষ দিলীপের