ভোট আবহে ফের উত্তপ্ত বীরভূম! বিজেপি কর্মীকে মারধর, বাড়ি ভাঙচুরের অভিযোগ

Apr 09, 2021 | 12:27 PM

ভোট আবহে (West Bengal Assembly Election 2021) ফের উত্তপ্ত বীরভূমের (Birbhum) আমোদপুর।

ভোট আবহে ফের উত্তপ্ত বীরভূম! বিজেপি কর্মীকে মারধর, বাড়ি ভাঙচুরের অভিযোগ
নিজস্ব চিত্র

Follow Us

বীরভূম: ভোট আবহে (West Bengal Assembly Election 2021) ফের উত্তপ্ত বীরভূমের (Birbhum) আমোদপুর। বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

বৃহস্পতিবার বীরভূমের আমোদপুরের সাংড়া গ্রামে উত্তেজনা ছড়ায়। তৃনমূল কার্যালয় ভাঙচুর করা হয় বলে অভিযোগ। শুক্রবার সকালে ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা৷ এ দিন বড়ো সাংড়া গ্রামে বিজেপি (Bengal BJP) কর্মীদের ধরে মারধর ও বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ।

ঘটনাস্থলে সাইথিয়া থানার পুলিশ বাহিনী। মিলন ঘোষ নামে এক বিজেপি কর্মীর ওপর হামলা হয় বলেও অভিযোগ। তাঁকে বেধড়ক মারধর করা হয়৷ তাঁর পিঠে-বুকে মারাত্মক আঘাত লাগে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। গ্রামে নতুন করে উত্তেজনা তৈরি হয়। পরে সাইথিয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: ‘অযথা আতঙ্কিত হবেন না’, করোনা-কালে ভাইরাল ভিডিয়ো নিয়ে সচেতন করল রেল

যদিও, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগাযোগ নেই। পুরনো কোনও শত্রুতার কারণেই ওই ব্যক্তির ওপর হামলা হয়েছে বলে দাবি তাদের। এই ঘটনায় ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক রং চাপানো হচ্ছে বলে অভিযোগ।

Next Article